ইমরান আল মামুন
আপডেট: ২০:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
এক নজরে মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত
আজকের প্রতিবেদনে রয়েছে এক নজরে মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত সে সম্পর্কে। অর্থাৎ আজকের আর্টিকেলে এই জেলা সম্পর্কে সকল বিষয় যেমন প্রশাসনিক, ভৌগলিক অবস্থান, শিক্ষা ব্যবস্থা এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে পারবে একজন পাঠক।
বাংলাদেশের ৬৪ টি জেলার একটি মৌলভীবাজার জেলা। মূলত এই জেলাটি হচ্ছে সিলেট বিভাগের আওতাধীন। দেশের অগ্রসর এই জেলাটি প্রবাসী অধ্যুষিত ও পর্যটন জেলা হিসেবে পরিচিত। জেলাটি যেমন আধুনিক ঠিক তেমনভাবে প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর। শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মানুষ এখানে ভ্রমণ করেন।
দেশের ১৬৩টি চা বাগানের মধ্যে শুধুমাত্র এই জেলায় ৯২টি চা বাগান অবস্থিত। যে কারণে সরকার এই জেলাকে চায়ের দেশ মৌলভীবাজার হিসেবে জাতীয়ভাবে ব্র্যান্ডিং করেছে।
এছাড়াও এর আশেপাশের অঞ্চল অর্থাৎ সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মানুষ ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আই নিউজের ওয়েবসাইটে ইতিমধ্যে সিলেট জেলার সকল তথ্য নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আর্টিকেলটি দেখতে সবার নিচের অংশ দেখুন।
মৌলভীবাজার জেলা নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ইতিহাস এবং নানা তথ্য ভান্ডার। যেগুলো আমাদের সাধারণ মানুষের জানার প্রয়োজন রয়েছে। আর যারা এখানে বসবাস করেন তাদের জন্য এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন কারণে আমাদের এই বিষয়গুলোর দরকার হয়। তাহলে আর দেরি নয় এখনি আমরা দেখে নেই মৌলভীবাজার সম্পর্কে।
এক নজরে মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত
মৌলভীবাজার নামকরণের ইতিহাস
একটি জায়গা তার জন্মসূত্র থেকে যে একটি নাম থাকে তা নয়। সময়ের সাথে সাথে নানা প্রেক্ষাপটে এটি পরিবর্তন হয়ে থাকে। তেমনভাবে এই জেলাটির নামও পরিবর্তন হয়েছে।
প্রথমে এই জেলার নাম ছিলো সাউথ সিলেট। কথিত আছে হযরত শাহজালাল (র.) এর অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) এর এক দৌহিত্রের নাম ছিল মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ। যিনি মনু নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন ১৮১০ সালে। এরপর এটি প্রসিদ্ধ বাজার হিসেবে পরিচিতি লাভ করে। এই বাজারটিকে কেন্দ্র করে ২৬ টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহাকুমা প্রতিষ্ঠা লাভ করে। এরপর ১৯৬০ সালে সাউথ সিলেট বা দক্ষিণ শ্রীহট্ট পরিবর্তন করে মৌলভীবাজার নামকরণ করা হয়। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার মহাকুমা থেকে জেলায় উন্নীত হয়।
ভৌগলিক অবস্থান এবং আয়তন
মৌলভীবাজারের উত্তরে রয়েছে বৃহত্তর সিলেট জেলা, দক্ষিণে অবস্থান করছে ভারতের ত্রিপুরা রাজ্য, আবার পূর্বে অবস্থান করছে ভারতের ত্রিপুরা এবং আসামের কিছু অংশ, পশ্চিমে রয়েছে হবিগঞ্জ জেলা। মৌলভীবাজার জেলার মোট আয়তন হচ্ছে ২৭৯৯ বর্গ কিলোমিটার। মৌলভীবাজার সাতটি উপজেলা নিয়ে আলাদা আলাদাভাবে বিভক্ত। মৌলভীবাজারের সাতটি উপজেলার নাম হচ্ছে:
- কমলগঞ্জ
- কুলাউড়া
- জুড়ী
- বড়লেখা
- মৌলভীবাজার সদর
- শ্রীমঙ্গল
- রাজনগর
মৌলভীবাজারের সংসদীয় আসন সংখ্যা এবং এলাকা
মৌলভীবাজারে মোট চারটি সংসদীয় আসন রয়েছে। যেখানে বাংলাদেশের যেকোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারবে। নিচে এ সকল সংসদীয় এলাকার নাম দেয়া হলো।
- মৌলভীবাজার ১ : বড়লেখা এবং জুড়ী উপজেলা নিয়ে মৌলভীবাজার-১ সংসদীয় আসন গঠিত।
- মৌলভীবাজার ২: কুলাউড়া উপজেলা নিয়ে মৌলভীবাজার-২ সংসদীয় আসন গঠিত।
- মৌলভীবাজার ৩ : মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা নিয়ে মৌলভীবাজার-৩ সংসদীয় আসন গঠিত।
- মৌলভীবাজার ৪: শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার-৪ সংসদীয় আসন গঠিত।
মৌলভীবাজারের জনসংখ্যা কত এবং সংক্ষিপ্ত বিবরণী
এক নজরে মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত জানতে চাইলে অবশ্যই সবার আগে প্রশ্ন আসে এর জনসংখ্যা কত? পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনশুমারী অনুযায়ী মৌলভীবাজার জেলার মোট জনসংখ্যা হচ্ছে ২১ লক্ষ ২২ হাজার ৭০৭ জন। এটি মূলত ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী। আর এর জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে ৭১০ জন।
- মোট পৌরসভা সংখ্যা: ৫ টা
- মোট পুলিশ ফাঁড়ির সংখ্যা: ১৪ টি
- সীমান্তবর্তী উপজেলা: ৫ টি
- ইউনিয়নের সংখ্যা: ৬৭ টি
- মৌজার সংখ্যা: ৮৮০ টি
- গ্রামের সংখ্যা: ২০১৫ টি
- মোট জমির পরিমাণ: ৬৫৮৯১৫ একর
মৌলভীবাজারের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থা
মৌলভীবাজারে শিক্ষার হার হচ্ছে ৫১.১%. এটি জরিপ করা হয়েছে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী। সিলেটের অন্যান্য জেলার মত এ জেলায় রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। যা থেকে সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবে। আসুন দেখে নেই কি কি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
- সরকারি কলেজ: ৩টি
- বেসরকারি কলেজ: ১ টি
- মাধ্যমিক বিদ্যালয়: ১৭৩ টি
- দাখিল মাদ্রাসা: ৪৭ টি
- আলিম মাদ্রাসা: ১০টি
- ফাজিল মাদ্রাসা: ১৩ টি
- এবং কামিল মাদ্রাসা: ১টি
- প্রাথমিক বিদ্যালয়; ২৫৯৫ টি
- পলিটেকনিক ইনস্টিটিউট: ১ টি
- টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: ১ টি
- প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট: ১টি
আরো অন্যান্য সরকারি প্রতিষ্ঠান
এক নজরে মৌলভীবাজার জেলা সম্পর্কে জানতে হলে অবশ্যই এ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে। কেননা একটি জেলার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। যেখান থেকে জেলাটির পরিচালনা হয় এবং জনগণ সেবা গ্রহণ করে সরকারের থেকে।
- সেবা ইনস্টিটিউট: ১ টি
- সরকারি হাসপাতাল: ৮ টা
- বেসরকারি হাসপাতাল: ৪৪ টি
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৭ টি
- পরিবার কল্যাণ কেন্দ্র: ৪৬ টি
- পল্লী স্বাস্থ্য কেন্দ্র: ১৮৬ টি
- গ্যাস ফিল্ডের সংখ্যা: ২ টি
- রাস্তার পরিমাণ: ৩৪৭৫ কিলোমিটার
- মোট ভূমি অফিস: ৩২ টি
- মোট হাট বাজার: ১৫২ টি
- ধর্মীয় উপাসনাল; ২৩৪২ টি
মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত?
মৌলভীবাজার রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা ধরনের ঐতিহ্য নিয়ে ভরপুর। আর এখন আমরা এক নজরে মৌলভীবাজার জেলা সম্পর্কে জানার পাশাপাশি জানবো এখানকার সকল বিখ্যাত বিষয়গুলো সম্পর্কে। তবে এর মধ্যে প্রথমে আসে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে।
মৌলভীবাজারের দর্শনীয় স্থানগুলো
- নির্মাই শিব বাড়ি আশিদ্রোন
- শাহ মোস্তফা -এর মাজার
- রাজা সুবিদ নারায়ণ
- ঐতিহাসিক কমলারানীর দিঘি, রাজনগর।
- খাজা ওসমান
- চা বাগানসমূহ
- চা কন্যা ভাষ্কর্য। সাতগাও
- ইউনুছ পাগলার মাজার
- খাজার টিলা - হযরত শাহ মনজুর আলী রহঃ মাজার সিন্দুরখান
- হযরত খরমশাহ মাজার পাচাউন
- ৩০০ বছরের পুরোনো মাজা
- হযরত খাজা শাহ হাছন আলী চিশতী রহঃ মাজার লাহারপুর
- হাইল হাওর
- মাটির পুল
- হাম হাম জলপ্রপাত
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান- স্মৃতিস্তম্ভ
- গাছপীর আব্রু মিয়ার মাজার
- ঠাকুরবাণীর শ্রীধাম
- অজ্ঞান ঠাকুরের দেয়াল
- ম্যানগ্রোভ ভিলেজ
- বাইক্কা বিল
- বধ্যভূমি
- পুরান গাঁও পাল বাড়ি প্রাচীন মন্দির
- মাধবপুর লেক
- কেরামত হাউস
- মো. কেরামত আলী জামে মসজি
- গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাব
- শ্রীমঙ্গলে অবস্থিত শতাধিক রিসোর্ট
- নবাব আলী আমজদের বাড়ি
মৌলভীবাজারের বিখ্যাত ব্যক্তিবর্গ
- সৈয়দ মুজতবা আলী
- খান বাহাদুর সৈয়দ আবদুল মজিদ
- সৈয়দ মুর্তাজা আলী
- মো. কেরামত আলী
- আজিজুর রহমান (রাজনীতিবিদ)
- বিচারপতি নাজমুন আরা সুলতানা
- ডক্টর আবেদ চৌধুরী
- আতাউল করিম
- আব্দুল মুত্তাকিম চৌধুরী-
- বিপ্লবী লীলা দত্ত নাগ
- নবাব আলী আমজাদ
- মহাকবি শেখ চান্দ
- এম. সাইফুর রহমান
- সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ
- সৈয়দ মহসিন আলী
- রামরঞ্জন ভট্টাচার্য
- মুন্সি আশরাফ হোসেন সাহিত্যরত্ন
- মোহাম্মদ মুহিবুর রহমান
- ডক্টর রঙ্গলাল সেন
- গৌরীশঙ্কর ভট্টাচার্য
- দ্বিজেন শর্মা
- লুৎফর রহমান বর্ণভী
- চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ
মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত এই কথাটি যদি আসে তাহলে অবশ্যই এর জেলার কিছু ব্যক্তিবর্গের নাম তুলে ধরলেই নয়। কারণ তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছে এবং দেশের সেবায় অংশগ্রহণ করেছেন। একই সঙ্গে আমাদের মৌলভীবাজারের বিভিন্ন ভাবে উন্নত করেছে এবং দেশের সাথে পরিচিতি লাভ করিয়েছেন।
আজকের আইটেমের মাধ্যমে আপনারা জানলেন এক নজরে মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার কিসের জন্য বিখ্যাত সে বিষয়ে সম্পর্কে। অন্যান্য জেলা এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’