আই নিউজ ডেস্ক
সিলেটে ৫ মামলায় আসামী বিএনপি-জামায়াতের ৫০০ জন
ছবি- সংগৃহীত
সিলেটে রোববার বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর বিভিন্ন জায়গায় পিকেটারদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্তভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, সড়ক ব্যারিকেড ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে বিএনপি ও জামায়াতের ৫০০ নেতাকর্মীকে। মহানগর পুলিশের চারটি থানায় রোববার (২৯ অক্টোবর) রাতে ও আজ সোমবার সকালে মামলাগুলো হয়। এর মধ্য তিনটি মামলার বাদী পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী গণমাধ্যমকে জানান, জিন্দাবাজারে নাশকতার ঘটনায় কোতোয়ালি থানায় এস আই শাহ আলম বাদী হয়ে একটি মামলা করেন। এতে আটক হওয়া নগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীসহ ১৫০ থেকে ২০০ জনককে আসামি করা হয়।
কোতোয়ালি থানায় থানায় গাড়ি ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এছাড়া বিমানবন্দর থানায় সরকারি গাড়ি ভাঙচুরে চালক এবং দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এসব মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে ৪৭০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ এসল্ট, জননিরাপত্তা আইনের ধারাসহ নাশকতার অভিযোগ আনা হয়েছে।
এদিকে রোববার হরতালকালে আটক ৬ জনকে আজ সোমবার বিকেলে আদালতে হাজির করা হবে। তাদের রিমান্ড চাইতে পারে পুলিশ। আটকদের মধ্যে অন্যরা হলেন আব্দুল বিএনপি নেতা কাইয়ুম জালালি পংকী, একই দলের সুনামগঞ্জ জেলা সদরের রংগারচর আমবাড়ি গ্রামের ইমরান আহমদ, নগরীর নবাব রোডের ৮৬ নং বাসার বাসিন্দা আব্দুল্লাহ আল ফাহিম, দোয়ারাবাজার উপজেলার কান্ডারগাওয়ের ইমরান হোসেন, নগরীর দক্ষিণ সুরমার ২৮ নং ওয়ার্ডের বরইকান্দির নাদিম আহমদ ও একই এলাকার ওয়াহেদুল ইসলাম শহিদ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’