শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘জিইবি’ বিভাগ
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে পরিসংখ্যান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ। প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে পরিসংখ্যান বিভাগ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ইউনিভার্সিটির ডিবেইটিং সোসাইটির সাধারণ সম্পাদক রওনক জাহান মুনা।
শাকিল এডুকেশন গ্রুপের সহযোগিতায় দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেইর্টিং সোসাইটি (এসইউডিএস)।
এ ব্যাপারে শাহজালাল ইউনিভার্সিটির ডিবেইটিং সোসাইটির সাধারণ সম্পাদক রওনক জাহান মুনা জানান, ২ ও ৩ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতায় ২০টি বিভাগ থেকে ৩০টি দল অংশগ্রহণ করে। বিতর্ক অনুষ্ঠানে সিলেট এবং সিলেটের বাইরে থেকে আগত ২০ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন। প্রতিযোগিতায় প্রথমদিন ২ ফেব্রুয়ারি ট্যাব রাউন্ড ৩ ফেব্রুয়ারি দিনব্যাপী কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একইদিন শনিবার সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হয় পরিসংখ্যান বিভাগ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়াটেকনোলজি বিভাগের বিতর্ক দল। এতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ যুক্তি যুদ্ধের মাধ্যমে পরিসংখ্যান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিতর্কে প্রতিযোগিতায় ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন আর্কিটেকচার বিভাগের মোহতাসিম ফেরদৌস মাহিন এবং ডিবেটার অব দ্যা ফাইনাল হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনালজি বিভাগের সামিহা ইসলাম।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. সামিউল ইসলাম, এসইউডিএস’র ২১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি নাহিদ হাসান নাইম, ২২ তম কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ফাহিদুল ইসলাম খান শাওন এবং অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শাকিল এডুকেশন গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’