Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ এপ্রিল ২০২৫,   চৈত্র ৩০ ১৪৩১

পলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৭:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজার জেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

“স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪। 

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। 

র‍্যালি শেষে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ ছাড়াও, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্তসহ প্রমূখ।।

সভায় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট ডিভাইসের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়