নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আজ মৌলভীবাজারে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রী
মৌলভীবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
শনিবার (২৫ মে) বিকেল ৩টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান।
মৌলভীবাজারে গত তিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ চলমান আছে। এর মাঝে আজ সর্বোচ্চ ৩৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (২৪ মে) তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির অসম্ভব গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরবাসীর জীবন। বিভিন্ন ভাসমান পেশাজীবীরা পড়েছেন বেশি বিপাকে।
গেল সপ্তাহের প্রায় প্রতিদিনি মৌলভীবাজারে ৩৫ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে প্রচণ্ড গরম ছিল। অস্বস্তিকর গরমে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও। মৌলভীবাজার সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, গেল কয়েকদিনে হাসপাতালে গরমজনিত রোগে আক্রান্তরা বেশি ভর্তি হয়েছেন। এদেরমধ্যে বমি, ডায়রিয়া, অজ্ঞান হয়ে যাওয়া মানুষ আছে। শিশু ওয়ার্ডেও বেড়েছে গরমের কারণে ডায়রিয়া বা জ্বর-স্বর্দিতে ভোগা শিশুদের সংখ্যা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে গত বৃহস্পতিবার সিলেটের কিছু এলাকায় বৃষ্টিপাতের কথা জানালেও তা হয়নি। বরং, তাপপ্রবাহ চলমান আছে। রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছু এলাকায় বৃষ্টি হবার পাশাপাশি তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’