Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশিত: ১১:১৫, ২০ অক্টোবর ২০২৪

কমলগঞ্জের নয়াবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন 

নয়াবাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নতুন কমিটির সভাপতি-সম্পাদক। ছবি- আই নিউজ

নয়াবাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নতুন কমিটির সভাপতি-সম্পাদক। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত নয়াবাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সমিতির মোট ১৩১ জন ভোটারের মধ্যে ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বাচ্চু খান ও সহসভাপতি পদে বদরুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমেদ বলেন, নয়াবাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে মধ্যে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে। বাকি ১৩ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়