Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ৩০ অক্টোবর ২০২৪
আপডেট: ২১:১৮, ৩০ অক্টোবর ২০২৪

সরকারি কৌঁসুলি-এপিপি হলেন আথানগিরি গ্রামের তিন আইনজীবী

অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন,  অ্যাডভোকেট মো. আব্দুস সালাম ফারুক, অ্যাডভোকেট মো. আব্দুস সালাম

অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. আব্দুস সালাম ফারুক, অ্যাডভোকেট মো. আব্দুস সালাম

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন সদর উপজেলার আথানগিরি গ্রামের তিনজন বিজ্ঞ আইনজীবী।

গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি, অ্যাডভোকেট মো. আব্দুস সালাম ফারুক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং অ্যাডভোকেট মো. আব্দুস সালাম সহকারি পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হিসেবে নিয়োগ পেয়েছেন। 

আথানগিরি গ্রামের এই তিন আইনজীবী সরকারি কৌঁসুলি ও প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় খুশি গ্রামবাসী। একই গ্রামের আরেক শিক্ষানবীশ আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুল ইসলাম সোহাগ তাঁর ফেসবুক হ্যান্ডেলে পোস্ট দিয়ে বলেন- ‘তারা আমাদের আথানগিরি গ্রামের গর্ব। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় লার্নেড মহোদয়গণকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।'

গত ২৩ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে মৌলভীবাজারের বিভিন্ন আদালতে ৪২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা- সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এঁদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের তিন আইনজীবী  সরকারি কৌঁসুলি ও এ.পি.পি হিসেবে নিয়োগ পান। ২৩ অক্টোবর  এ সম্পর্কিত নিয়োগাদেশ জারি করা হয়।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এই নিয়োগাদেশে মৌলভীবাজার জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং  বিশেষ জজ আদালতে  এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

নব নিয়োগকৃত সকল কৌঁসুলি ও প্রসিকিউটরবৃন্দ সোমবার (২৯ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন এবং মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতে স্ব-স্ব কর্মক্ষেত্রে যোগদান করেন। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়