Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ৩১ অক্টোবর ২০২৪

শ্রীমঙ্গলে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালা শেষে সভায় বক্তব্য দিচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। ছবি: আই নিউজ

কর্মশালা শেষে সভায় বক্তব্য দিচ্ছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। ছবি: আই নিউজ

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার এর আয়োজনে শ্রীমঙ্গলস্থ উপ মহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) সুধাংশু শেখর দাস, মাহবুবুর রহমান, তপন রায়, মো. মতিউর রহমান, মো. জুয়েল মিয়া, মো. আরাফাত আলীসহ অত্র কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মো.ইসমাইল হোসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের দপ্তর, ফুল বাগানসহ বিভিন্ন স্থাপনা উপস্থিত সকলকে নিয়ে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়