Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৬:৫৩, ৬ নভেম্বর ২০২৪

কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে সড়ক দু-র্ঘটনা, ২ শিক্ষার্থী নি-হত

হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি- আই নিউজ

হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে দৌড়ে গাড়ির কাছে চলে আসা শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাদেরকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০ টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজি এক শিশু হঠাৎ দৌড়ে এসে সিএনজির কাছ চলে আসে। এসময় শিশুটিকে বাঁচচাতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে যায়। এতে গুরুতর আহত হন সিএনজিতে থাকা সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১) ও আরেকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক কলেজ শিক্ষার্থী সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আরেক শিক্ষার্থী অমিত সূত্রধরকেও মৃত ঘোষণা করেন। 

নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গল উপজেলার পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অপর দু’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষনা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়