Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ৬ নভেম্বর ২০২৪

মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিশে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার ২০২৫-২০২৬ সেশনের  মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দেওয়ান মঞ্জিলে অনুষ্ঠিত এ মজলিসে শূরা অধিবেশনের আয়োজন করা হয়। মজলিসে শূরায় নবনির্বাচিত জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে  নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের  শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আমীর।

এ মজলিসে শূরার অধিবেশনে জেলার নায়েবে আমীর মনোনীত হন মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি তিনজন যথাক্রমে মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার  ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য হলেন মাওলানা আমিনুল ইসলাম,  সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ তাজুল ইসলাম, মো. ফখরুল ইসলাম  ও আব্দুল কুদ্দুস নোমান। 

জেলা মজলিসে শূরার অন্যান্য সদস্যরা হলেন- এমাদুল ইসলাম (বড়লেখা), মো. ফয়ছল আহমদ (বড়লেখা্‌ আব্দুল হাই হেলাল (জুড়ী), মো. আজিম উদ্দিন (জুড়ী), আব্দুল মুনতাজিম (কুলাউড়া), মো. জাকির হোসেন (কুলাউড়া), আবুর রাইয়ান শাহীন (রাজনগর), মাওলানা আবদুস শহীদ (রাজনগর), মাওলানা ইসমাইল হোসেন (শ্রীমঙ্গল), মো. মাসুক মিয়া (কমলগঞ্জ), মোরশেদ আহমদ চৌধুরী (মৌলভীবাজার পৌরসভা), আব্দুল মুমিত (শ্রম বিভাগ)। 

দীর্ঘ প্রায় ১৭ বছর পর মুক্ত পরিবেশে জেলার নির্বাচন ও শূরার অধিবেশন নির্বিঘ্নে করার  সুযোগ সৃষ্টি হওয়ায় বৈঠকে মহান আল্লাহর  শুকরিয়া আদায় করা হয়। নীতি নির্ধারণী এ বৈঠকের  সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর  মাওলানা আব্দুর রহমান, বড়লেখা ও জুড়ি সংসদীয়  আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

অধিবেশনের  শুরুতে কোরআন তেলাওয়াত পেশ করেন  মাও. হারুনুর রশিদ তালুকদার। 

সভাপতির বক্তব্যে জেলা আমীর  বিগত কঠিন সময়ে যারা অনেক কষ্ট করে  আন্দোলনের দায়িত্ব পালন করে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বিশেষ করে সাবেক জেলা আমীর মরহুম আব্দুস সাত্তার  ও থানা আমীর ডা. এম এ নুর, দেওয়ান মিছবাউল মজিদ কালাম, মুক্তিযোদ্ধা  আব্দুল গনি তরফদার, অধ্যাপক আব্দুল মছব্বির  ও মাস্টার আব্দুল মান্নানের নাম স্মরণ করে তাদের খেদমতগুলো যাতে আল্লাহ কবুল করেন এই দোয়া  করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়