Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ৯ নভেম্বর ২০২৪

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেফতার 

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় একটি বাসা থেকে গ্রেফতার পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় বাড্ডার ওই বাসায় অভিযান চালিয়ে সায়হাম রুমেলকে গ্রেফতার করে পুলিশ।

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলের বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে। 

কুলাউড়া থানা পুলিশ রুমেলের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থাকা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি আপছার উদ্দিন জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়