Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০:১২, ১২ নভেম্বর ২০২৪

জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ব হি ষ্কা র 

বহিষ্কৃত জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদ।

বহিষ্কৃত জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

গত রোববার (১০ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

জাতীয়তবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়