সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিল দুদক
সভায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে দুদক। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের জুড়ীতে দুর্নীতি বিরোধী প্রচারণাকে জোরদার ও শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা এবং দুদকের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে ছোটধামাই উচ্চ বিদ্যালয় মাঠে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় দুদক কর্তৃক অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে ছোটধামাই মনিপুরী শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার)।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক রাফী মো. নাজমুস্ সা’দাৎ, জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, হাজী মনোহর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আজমল আলী, ছোটধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ, ছোটধামাই মনিপুরী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ভাগ্য সিংহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ইব্রাহিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ তোমরা শিক্ষার্থী, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।
তিনি আরো বলেন, মানুষ আজ অনেক ক্ষেত্রেই বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাবো, দুর্নীতি মুক্ত থেকে দেশের সেবায় এগিয়ে আসার জন্য এবং দুর্নীতি করবো না, মানবো না, সইবো না এই শ্লোগানে উজ্জিবীত হয়ে হাতে হাত মিলিয়ে সুন্দর নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করার জন্য।
প্রধান বক্তার বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, দুদক কর্তৃক শিক্ষা উপকরণ বিরতণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির উদ্যোগ আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে নিজের ঘর থেকেই শুরু করতে হবে। সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে এবং সকলকে সোচ্চার হতে হবে।
সভাপতির বক্তব্যে জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার) বলেন, দুর্নীতি সমাজ ব্যবস্থায় ক্যান্সারের মত ছড়িয়ে পরছে। প্রতিরোধ এখন জরুরি হয়ে পরেছে। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’