Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৮, ২৬ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস

কুয়াশার চাদরে ঘেরা শ্রীমঙ্গলের চা বাগান। ছবি- আই নিউজ

কুয়াশার চাদরে ঘেরা শ্রীমঙ্গলের চা বাগান। ছবি- আই নিউজ

গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের চা বাগান বেষ্টিত শ্রীমঙ্গল উপজেলায় শীতের তাপমাত্রা কমতির দিকে আছে। আজকে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড আবহাওয়া অফিস। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে তাপমাত্রা কমার সাথে ঠান্ডাজনিত রোগ-সর্দি, কাশি, অ্যাজমাসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে জ্বরের প্রকোপ বেড়েছে। এমন পরিস্থিতিতে গরম কাপড় পরিধান করে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম ভূইয়া। তিনি বলেন, ‘খুব বেশি প্রয়োজন ছাড়া চলতি আবহাওয়ার সময় শিশু এবং বয়স্করা ঘর থেকে বের না হওয়া উত্তম। বিশেষ প্রয়োজনে বের হতে হলে অবশ্যই গরম কাপড় সাথে রাখতে হবে।’

এছাড়া ধুলাবালি থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহারের ওপর জোর দেন তিনি। সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছি প্রচুর রোগী বলেও জানান তিনি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন আরো বলেন, ‘নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসাথে বইছে হিমেল বাতাস।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়