Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

পলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৯:০৮, ২৮ নভেম্বর ২০২৪
আপডেট: ১৯:১১, ২৮ নভেম্বর ২০২৪

রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে শিখন বিনিময় রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা’ অনুষ্ঠিত

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া রেডিও অনুষ্ঠান ‘সমাধান কথা এর লারর্নিং শেয়ারিং-শিখন বিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) মৌলভীবাজার গার্লস গাইড কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সমাধান কথা অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান। 

সমাধান কথা অনুষ্ঠান নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো. মেহেদী হাসান। পরবর্তীতে অনুষ্ঠানের বিষয়ে ওপেন ডিসকাশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উক্ত এলাকার জনসাধারণ সরাসরি উপস্থিত অতিথিদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং অতিথিরা জনসাধারণকে প্রতিশ্রুতি দেন এবং এসব সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো শিখন বিনিময় অনুষ্ঠান।

রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো. মেহেদি হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শাহেদা আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী প্রসিকিউটর এস এম শোয়েব রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, সৈয়দ শাহ্ মোস্তফা কলেজের প্রভাষক মুহাম্মাদ আসআদুল্লাহ্, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, সহকারী শিক্ষক মাধুরী মজুমদার, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজং, লোকগবেষক আহমদ সিরাজ, ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মো. জিল্লুর রহমান, মিঠুন ওড়াং, পুরন ওড়াং, মেঘনা রবিদাস, চন্দন রবিদাস, বেলী রবিদাস, দিপলু পাল, তৃষা দাসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমকর্মী ও রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে নাজিরাবাদ গ্রাম, মুক্তারচেগ গ্রাম, মাইজপাড়া এলাকা ও মিরতিংগা চা বাগানের হালকিটিলায় মাদক সেবনের ক্ষতিকর দিক ও তার প্রতিকার, স্যানিটেশন ও সুপেয় পানির গুরুত্ব,বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও তার প্রতিকারে আমাদের ভূমিকা, কৃষি উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজিচাষ,শিশুর চিন্তা, বুদ্ধি ও মানবিক বিকাশে শিক্ষা,ওড়াং সম্প্রদায়ের ভাষা ও বর্ণলিপি, স্বাস্থ্য ও চোখের আলোয় নবজীবন এ সাত বিষয়ে অনুষ্ঠান হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়