কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ১৭ বছর পর ঐক্যবদ্ধ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ
কমলগঞ্জে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ।
মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক এমপি এম. নাসের রহমান, মিজানুর রহমান, জেলা সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা সদস্য ও সমন্বয়ক মৌলভী ওয়ালি সিদ্দিকী, জেলা সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, জেলা সদস্য মহসিন মিয়া মধু, জেলা সদস্য আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, বকশী মিছবাউর রহমান, হেলু মিয়া, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া, মতিন বকস্, ফকরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, প্রমুখ।
কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী সোহেল, সাবেক জেলা বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন, ইকবাল পারভেজ চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মাহমুদুর রহমান, গাজী মারুফ, সেলিম মো. সালাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, মৌলভীবাজার জেলা যুবদল সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, কলেজ ছাত্রদল আহ্বায়ক জনি আহমদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী ও সদস্য মাহবুব ইজদানী ইমরান।
সমাবেশে বক্তারা অতীতের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশি বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে এব্যাপারে সজাগ থাকতে হবে।
এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’