Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:০৪, ৩১ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে গ্যাস লাইনে বি*স্ফো*র*ণ, ৪ শ্রমিক নি*হ*ত

Bahubal upazila map

Bahubal upazila map

হবিগঞ্জের বাহুবলে অবস্থিত আকিজ ভেঞ্চার লিমিটেড এর গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বি*স্ফো*র*ণে ৪ শ্রমিক নি*হ*ত হয়েছেন। এ ঘটনায় আ*হ*ত হয়েছেন আরো ১ জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নি*হ*ত*রা হলেন মিজান গাজী, মাহফুজ মিয়া  ও রিয়াজ মিয়া। তারা চাঁদপুর জেলার বাসিন্দা। তবে অন্যজনের পরিচয় জানা যায়নি। 

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। হঠাৎ করে সকাল ৯টার দিকে লাইনে বি*স্ফো*র*ণ ঘটে। এ সময় দ্ব*গ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃ*ত্যু হয়। 

আ*শ*ঙ্কা*জনক অবস্থায় আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃ*ত্যু হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় আরো একজন মা*রা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আ*হ*ত হয়েছেন আরো ১ জন। তাকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়