Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ৩১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:৩২, ৩১ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব হলেন আব্দুর রহিম রিপন

আব্দুর রহিম রিপন

আব্দুর রহিম রিপন

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন আব্দুর রহিম রিপন। তিনি বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও জ্যেষ্ঠ সহ-সভাপতি।

এছাড়া আহ্বায়ক কমিটি বর্ধিত ৩৫ সদস্য বিশিষ্ট করা হয়েছে। জেলা বিএনপির বর্তমান ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে নতুন করে আরও তিনজন সদস্যকে মনোনীত করে অন্তর্ভুক্তি করা হয়েছে। তারা হলেন- প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, জেলা মহিলা দল নেত্রী শ্যামলী সূত্র ধর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু।

অ্যাডভোকেট সুনীল কুমার দাশ,  মুজিবুর রহমান মজনু ও শ্যামলী সূত্র ধর

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জেলা বিএনপির বর্তমান আহবায়ক ফয়জুল করিম ময়ূন বরাবরে এক পত্রে নির্দেশক্রমে কমিটিতে নতুন দায়িত্বপ্রাপ্তদের মনোনীত করা হয়েছে। এ নিয়ে জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সংখ্যা ৩৫-এ উন্নীত হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে বলা হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়