মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩২, ৩১ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব হলেন আব্দুর রহিম রিপন
আব্দুর রহিম রিপন
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন আব্দুর রহিম রিপন। তিনি বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও জ্যেষ্ঠ সহ-সভাপতি।
এছাড়া আহ্বায়ক কমিটি বর্ধিত ৩৫ সদস্য বিশিষ্ট করা হয়েছে। জেলা বিএনপির বর্তমান ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে নতুন করে আরও তিনজন সদস্যকে মনোনীত করে অন্তর্ভুক্তি করা হয়েছে। তারা হলেন- প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, জেলা মহিলা দল নেত্রী শ্যামলী সূত্র ধর ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু।
অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, মুজিবুর রহমান মজনু ও শ্যামলী সূত্র ধর
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জেলা বিএনপির বর্তমান আহবায়ক ফয়জুল করিম ময়ূন বরাবরে এক পত্রে নির্দেশক্রমে কমিটিতে নতুন দায়িত্বপ্রাপ্তদের মনোনীত করা হয়েছে। এ নিয়ে জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সংখ্যা ৩৫-এ উন্নীত হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে বলা হয়েছে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’