Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ১ জানুয়ারি ২০২৫

গণতান্ত্রিক শিক্ষা কাঠামো বাস্তবায়নের দাবি

গণতান্ত্রিক শিক্ষা কাঠামো বাস্তবায়নের দাবিতে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি প্রদান।

গণতান্ত্রিক শিক্ষা কাঠামো বাস্তবায়নের দাবিতে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি প্রদান।

গণ-অভ্যুত্থানের আকাঙ্খার পরিপূরক সর্বজনীন বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা নিশ্চিতের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্থানীয় চৌমোহনা চত্বরে জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কৃষক ফ্রন্ট সদর উপজেলা সংগঠক শেখ লিংকন আহমেদ, ছাত্র ফ্রন্ট শহর শাখা সংগঠক  বিজয় দাস, ফাহাদ আহমেদ, শ্যামল সরকার প্রমুখ নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার পক্ষ থেকে নতুন শিক্ষাবর্ষে স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি কমানো এবং বেতন-ফি মুক্ত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা, জেলার সর্বত্র শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করা এবং কাগজ-কলম সহ সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়