প্রেস বিজ্ঞপ্তি
আপডেট: ১২:১৭, ১৫ জানুয়ারি ২০২৫
মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তির ফলাফল প্রকাশ
প্রেরণা মেধাবৃত্তির ফলাফল প্রকাশ।
মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ইম্পেরিয়েল কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।
মৌলভীবাজার ইসলামী সোসাইটি পরিচালিত মেধাবৃত্তি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনূর রশীদের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সিতাব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।
এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ইয়ামীর আলী, সদস্য মোহাম্মদ আলী বেগ, হারুনুর রশীদ তালুকদার, সৈয়দ তারেকুল হামিদ, মোহাম্মদ শাহীন মিয়া, শাহিন আহমদ, খায়রুল আমীন সেহেল, মাসরুর আহমদ, হাবিবুর রহমান হারিছ ও হাফিজ আলম হোসাইন।
গেল ২৮ ডিসেম্বর জেলাব্যাপী ৫ম ও ৮ম শ্রেণীর ২৫৮৩ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ নেয়। এতে ৮ম শ্রেণীর জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আফরিদা জান্নাত অরিন, দ্বিতীয় স্থান করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী পরমাধ্যা চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকার করে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা বিনতে হুমায়ুন। ৫ম শ্রেণীতে জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম হয় হয় আনন্দ বিদ্যাপিঠের শিক্ষার্থী তানজিলা ইসলাম চৌধুরী, দ্বিতীয় হয়েছে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাজশ্রী হালদার রাজন্যা ও ৩য় হয়েছে আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী স্নেহা দাশ।
উল্যেখ্য, জেলার ৭ উপজেলা থেকে পরীক্ষায় ২৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে কৃতকার্য হয় ১৮০ জন। প্রথম স্থান অধিকারকারীদের নগদ ১০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। অন্যান্যদের পর্যায়ক্রমে পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’