বিকাশ বিশ্বাস, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে জ্ঞান ও সংস্কৃতির আলোয় উদ্ভাসিত সরস্বতী পূজা
লালবাগ যুব কিশোর সংঘের আয়োজনে ছিল ২১ ফুট উচ্চতার ধানের প্রতিমা। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় বিভিন্ন পূজা মণ্ডপে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এদিন ভক্তরা গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দেবীর পূজা অর্চনা করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও পূজা মণ্ডপে দেবী সরস্বতীর বন্দনায় মুখরিত পরিবেশ তৈরি হয়। সকাল থেকেই মন্দির ও মণ্ডপগুলোতে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বই, খাতা, কলমসহ নানা শিক্ষা উপকরণ দেবীর চরণে অর্পণ করে বিদ্যা ও সাফল্যের আশীর্বাদ কামনা করেন।
সকাল থেকে শুরু হওয়া এই পূজায় পুরোহিতের মন্ত্রোচ্চারণ, আরতি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনভর উৎসবের রঙ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপ ছিল নান্দনিক আলোকসজ্জায় সজ্জিত, যা পুরো পরিবেশকে আরও মুগ্ধকর করে তুলেছিল।
বিদ্যার দেবীর পূজায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। হাতে খড়ির মাধ্যমে অনেক শিশুর শিক্ষাজীবনের সূচনা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীর চরণে ভক্তরা জ্ঞান ও সাফল্যের প্রার্থনা জানান।
শিক্ষার্থী সৌরজ্যোতি ধর বলেন, ‘প্রতি বছর নিষ্ঠার সঙ্গে সরস্বতী পূজায় অংশ নিই। বিদ্যার দেবীর কৃপায় সাফল্যের আশায় তাঁর চরণে প্রার্থনা করি। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং শিক্ষার প্রতি নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন।’
অন্যদিকে অভিভাবক জ্যোতির্ময় ধর বলেন, ‘সরস্বতী পূজা শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি আমাদের সন্তানদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ সৃষ্টি করার এক অসাধারণ উপলক্ষ। দেবীর আশীর্বাদ লাভের জন্য শিশুরা একাগ্রচিত্তে প্রার্থনা করে, যা তাদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।’
এবারের পূজায় বিশেষ আকর্ষণ ছিল শ্রীমঙ্গলের সবুজবাগ গোসাই বাড়ি রোডে 'লালবাগ যুব কিশোর সংঘ'-এর উদ্যোগে তৈরি ২১ ফুট উচ্চতার ধানের প্রতিমা। প্রতিমা শিল্পী উদয় পাল ও গৌর পালের তৈরি এই ব্যতিক্রমী প্রতিমাটি দর্শনার্থীদের মুগ্ধ করেছে। প্রতিমাটি নির্মাণে প্রায় ৫০ কেজি ধান ব্যবহার করা হয়েছে, যা দেখতে হাজারো ভক্তবৃন্দ ও দর্শনার্থী সমাগম ঘটে।
প্রতিমা শিল্পী উদয় পাল বলেন, ‘প্রথমবারের মতো ধান দিয়ে সরস্বতী প্রতিমা গড়েছি, যা দেখে দর্শনার্থীরা অভিভূত। তাদের ভালোবাসা আমাদের আরও নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা জোগাবে।’
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে পূজার প্রতিটি আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সন্ধ্যায় দেবীর মহাআরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিভিন্ন মণ্ডপে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে সরস্বতীর বন্দনা করা হয়।
আই নিউজ/আরএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’