রুপম আচার্য্য
শ্রীমঙ্গলে বসন্ত বরণ উৎসব, মেতেছে তরুণ তরুণীরা
![বসন্ত উৎসবে তরুণ তরুণীরা বর্ণিল সাজে মেতে ওঠেছে। ছবি: আই নিউজ বসন্ত উৎসবে তরুণ তরুণীরা বর্ণিল সাজে মেতে ওঠেছে। ছবি: আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2024July/20250214_223243-2502142234.jpg)
বসন্ত উৎসবে তরুণ তরুণীরা বর্ণিল সাজে মেতে ওঠেছে। ছবি: আই নিউজ
ঋতুরাজ বসন্ত প্রকৃতির মাঝে সেজেছে নতুন রূপে। স্নিগ্ধ বসন্তের ছোঁয়া লেগেছে বাঙালির মনে। এ দিনটিকে ঘিরে প্রকৃতি যেমন নিজস্ব রূপে হাজির হয়, তেমনি নারীরা ভিন্ন রূপে সাজতে পছন্দ করে। এদিন নারীরা সকাল হতেই পরনে বাসন্তী শাড়ি, হাতে কাঁচের চুড়ি, কপালে লাল টিপ ও মাথায় ফুলের মালা নিয়ে হাজির হয় বসন্তের উৎসবে। তরুণ তরুণীদের বর্ণিল সাজে মেতে ওঠতে এমনই চিত্র দেখা যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঋতুরাজ বসন্ত বরণ উৎসবে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রধান প্রকৌশলী ইউসুফ হোসেন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ। পুরো আয়োজনে সঞ্চালনা করেন আবৃত্তিকার ও সাংস্কৃতিক সংগঠক দেবাশীষ চৌধুরী রাজা।
এদিন সকাল থেকে নারীরা পরনে বাসন্তী শাড়ি, হাতে কাঁচের চুড়ি, কপালে লাল টিপ ও মাথায় ফুলের মালা নিয়ে এক এক করে হাজির হন উৎসব মাঠে। পুরুষরাও কম যান না, তাদের মনেও লেগেছিল বসন্তের রঙ। হলুদ পাঞ্জাবীতে কেউ প্রিয়তমা, কেউ স্ত্রী, কেউবা সন্তানের হাত ধরে উৎসব প্রাঙ্গণে এসেছেন আনন্দ উল্লাসে সবার সাথে মেতে ওঠতে।
এছাড়া বিকাল ৪ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, চলে রাত ১০ টা পর্যন্ত। শুরুতে চা বাগানের কাঠি নৃত্য ও ঝুমুর নৃত্যের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরে বিভিন্ন সংগঠনের নৃত্য ও সঙ্গীতের দলগুলো অংশগ্রহণ করেন। সকালে উদ্বোধনের পর অতিথিরা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তাছাড়া উৎসব প্রাঙ্গণ এমন নান্দনিকভাবে সাজানো হয়েছে যে প্রতিটি কর্নার ছবি তোলার জন্য অসাধারণ। সবকিছু মিলিয়ে সুন্দর একটি দিন পার করেন দর্শনার্থীরা।
মেলাতে ঘুরতে আসা প্রজ্ঞা পারমিতা চৌধুরী বলেন, ‘বসন্ত উৎসবে আসছি, বেশ ভালো লাগলো। বিভিন্ন জাতের অনেক ফুল দেখতে পেলাম। আমাদের টিচার, পুরনো বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাসহ অনেক মানুষ এউৎসবে আসছে। যাঁদের সাথে সবসময় দেখা হয় না তাঁদের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আজ আবার দেখা হলো, বেশ ভালো লাগলো।’
বসন্ত উৎসবে আসা তন্নী পাল বলেন, ‘আজকে বসন্তের প্রথম দিনে কোকিলের সুরে সারা পৃথিবী মেতে উঠেছে। শ্রীমঙ্গলে বসন্ত বরণ উৎসব এতো সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, দেখে সত্যি ভালো লাগছে। সবাই একত্রিত হতে পেরেছি। অনেক সুন্দর সুন্দর স্টলও বসেছে, সত্যি অনেক ভালো লাগছে।’
অনুষ্ঠানে দেখতে আসা মৌসুমি শর্মা বলেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বসন্ত বরণ অনুষ্ঠানে আসছি, প্রতিবছর এই দিনে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা বাঙালিরা সবসময় অপেক্ষা করি, কবে এই শ্রীমঙ্গলে বসন্ত বরণ উৎসব আসবে। বছরের একটা দিনই সবাই অপেক্ষা করে বসন্ত উৎসবের জন্য। খুবই ভালো লাগছে, চারদিকে ফুলে ফুলে চেয়ে গেছে। তাছাড়া বিভিন্ন রকমের সাজসজ্জায় মুগ্ধতা ছড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে।’
বসন্তের রঙে সাজাতে উৎসবে আসা সুচিত্রা দেব বলেন, ‘আজ পহেলা ফাল্গুন। আজকের এই দিনে উপজেলা প্রশাসন খুব সুন্দর করে বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছেন। ভালোই লাগছে। সকালে এসেছিলাম, এখন আবার আসছি। সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আসলে এরকম একটি অনুষ্ঠান সবসময় করা দরকার। এখানে অনেক মেলা হচ্ছে, কেউ ফুল বিক্রি করছে, কেউ খাবার বিক্রি করছে। অনেক মানুষের সমাগমে মুখরিত উৎসব প্রাঙ্গণ, খুব ভালো লাগছে, আমরা সবাই খুশি।’
ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, ‘তারুণ্যের উৎসব উপলক্ষে সারাদেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেয়া হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল পৌরসভা থেকেও আমরা একাধিক প্রোগ্রাম ও কর্মসূচি গ্রহন করেছি। এর সাথে সামঞ্জস্য রেখে আমরা আজ যেহেতু তারুণ্যের উৎসব, এবং তরুণরা সবসময় উদ্দেলিত উজ্জীবিত এবং তাদেরকে আরেকটু উজ্জীবিত করতে আমরা এ বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছি।’
আই নিউজ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’