Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

মৌলভীবাজারে প্রেরণা মেধা বৃত্তির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

প্রেরণা মেধা বৃত্তির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

প্রেরণা মেধা বৃত্তির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সৎ মানুষের বিকল্প নেই। বিগত সময়ে সততার দাফন করা হয়েছে। সৎ মানুষ তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় শিক্ষা মানুষকে শালিন ও মার্জিত করে গর্হিত কাজ থেকে বিরত রাখে। 

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সৎ মানুষের বিকল্প নেই। বিগত সময়ে সততার দাফন করা হয়েছে। সৎ মানুষ তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধর্মীয় শিক্ষা মানুষকে শালিন ও মার্জিত করে গর্হিত কাজ থেকে বিরত রাখে। -প্রফেসর ড. মো. শামছুল আলম

মৌলভীবাজার ইসলামিক সোসাইটির উদ্যোগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমীতে প্রেরণা মেধা বৃত্তি পরীক্ষায় বিজয়ী ১৮০ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রেরণা মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. সিতাব আলীর পরিচালনায় ও সভাপতি প্রফেসর মামুনুর রশিদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. আবু ইউসুফ শেরউজ্জামান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর লে. কর্ণেল (অব.) ছয়ফুল কবির চৌধুরী, সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মো. শহীদুল্লাহ ও মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটি’র চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। 

অর্থসহ কুরআন তেলাওয়াত পেশ করেন হাফেজ মাহবুবুর রহমান। মনমুগ্ধকর দেশের গান পরিবেশনা করেন মো. শহিদুল ইসলাম ও মো. ছায়েদ আলী। 
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অষ্টম ও পঞ্চম শ্রেণীতে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী আফ্রিদা জান্নাত অরিন ও তানজিলা ইসলাম চৌধুরী। 

প্রাণবন্ত এ অনুষ্ঠানে আকর্ষণীয় "প্রেরণা স্মারক" উন্মোচন করা হয়।

অপরদিকে বিকেলে শহরের রেস্ট ইন হোটেলে মৌলভীবাজার ইসলামিক সোসাইটি’র উদ্যোগে "দারিদ্রতা বিমোচনে যাকাতের ভুমিকা "শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব-এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. ইয়ামীর আলীর পরিচালনায় সেমিনারে বিভিন্ন শ্রেণী ও পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়