Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে সকাল ১০.৩০ টfয় এই প্রতিযোগিতা শুরু হয়। 

একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

এসময় পুলিশ সুপার বলেন, "একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।" 

খেলায় সিলেট রেঞ্জের চার জেলার চারটি দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো. আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়