Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ৪ এপ্রিল ২০২৫
আপডেট: ০১:১৭, ৪ এপ্রিল ২০২৫

চা-বাগানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চা বাগানের ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। ছবি: আই নিউজ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চা বাগানের ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। ছবি: আই নিউজ

বৃহত্তর সিলেটের অন্যতম এবং চা-বাগানের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ উৎস এর উদ্যােগে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া চা বাগানের ৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

বুধবার (২ এপ্রিল) শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় চা বাগানের সর্ববৃহৎ ছাত্র সংগঠন উৎস এর নতুন কমিটির দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎস এর কার্যকরী পরিষদের সভাপতি মুক্তা দোষাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধাকর কৈরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, রাজনগর সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত যাদব, গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর সভাপতি অশোক রঞ্জন পাল, এইচ ডব্লিউ এ ওয়েল টেক্সটাইলস (বিডি) এর বুনন বিভাগের প্রধান রুপু পাশী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা জনগোষ্ঠী কেন্দ্রিক প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা উৎকর্ষ-এর মোড়ক উন্মোচন। বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ড. সুধাকর কৈরী। সদ্য সংবর্ধিত শিক্ষার্থীদের প্রতীকী উপহার হিসেবে উৎকর্ষ এর একটি করে কপি প্রদান করা হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সজীব কুমার যাদব (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) কে সভাপতি ও শুভ কৈরী (ঢাকা বিশ্ববিদ্যালয়) কে দ্বিতীয় বারের মতো সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। বিশ্ববিদ্যালয় চা সংসদ (উৎস) এর নতুন কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি বৃষ্টি অধিকারী, সহ সভাপতি ইতি যাদব, সৌরভ যাদব, যুগ্ম সাধারণ সম্পাদক জয় কৈরী, সাংগঠনিক সম্পাদক অপূর্ব ভর, কোষাধ্যক্ষ অমিত শেখর ভরদ্বাজ, দপ্তর সম্পাদক বন্যা উরাং, প্রচার সম্পাদক প্রদীপ পাশী নির্বাচিত হয়েছেন।

আই নিউজ আরএ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়