Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩০, ১৭ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:০৭, ২২ এপ্রিল ২০২৫

সভাপতি ডা. এম এ আহাদ, সাধারণ সম্পাদক সমীরণ চন্দ্র দেব শুভ্র

রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডা. এম এ আহাদকে সভাপতি এবং সমীরণ চন্দ্র দেব শুভ্রকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (১২ এপ্রিল) স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডা. দিলশাদ পারভীন। 

প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি প্রতীক এন্দ এবং আবুল ফারাহ পলাশ। 

প্রথম পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সভাপতির বক্তব্য, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন পেশ করা হয়। পূর্ববর্তী কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশ প্রথম পর্ব পরিচালনা করেন এবং প্রতিবেদন পেশ করেন। 

দ্বিতীয় পর্বে নির্বাচনী অধিবেশন পরিচালনা করেন বিশেষ অতিথি প্রতীক এন্দ এবং প্রধান অতিথি আবুল ফারাহ পলাশ।  সভায় পরপর দুইবারের নির্বাচিত সভাপতি ডা. দিলশাদ পারভীন  এবং সাধারণ সম্পাদক অরুণ কুমার দাশের নেতৃত্বে  বিগত বছরগুলোর কার্যাবলীর জন্য কার্যকরী পরিষদের প্রশংসা করা হয় এবং উল্লেখযোগ্য কার্যাবলী পর্যালোচনা করা হয়। গীতিনাট্য চিত্রাঙ্গদা আয়োজনের জন্য কেন্দ্রীয় প্রতিনিধি আবুল ফারাহ পলাশ শাখার শিল্পীদের ধন্যবাদ দেন এসময় গীতিনাট্য চিত্রাঙ্গদা'র সঙ্গীত পরিচালক তৃপ্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পরপর দুইবারের বেশি সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে  কেউ অধিষ্ঠিত থাকতে পারবেন না। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়।

২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ :

  • সভাপতি: ডা. এম এ আহাদ
  • সহ সভাপতি: তৃপ্তি চক্রবর্তী 
  • সহ সভাপতি: সৈয়দ সলমান আলী
  • সহ সভাপতি: সৈয়দ মুনিম আহমদ রিমন
  • সাধারণ সম্পাদক: সমীরণ চন্দ্র দেব (শুভ্র)
  • সম্পাদক: সুপ্রিয়া রানী মিশ্র
  • সম্পাদক: নমিতা রায় রাখী
  • সম্পাদক: শাপলা দত্ত
  • সম্পাদক: ডা. অঞ্জন কুমার দাশ
  • সম্পাদক: মমিতা সিনহা
  • কোষাধ্যক্ষ: অনিমেষ চৌধুরী

সদস্য

  • ডা. দিলশাদ পারভীন 
  • শিলা তালুকদার
  • সৈয়দ আব্দুল মতালিব
  • সৈয়দ আব্দুল মুকিত
  • মাধুরী রায়
  • অরুণ কুমার দাশ
  • চৈতালী ভট্টাচার্য 
  • মলয় দেবনাথ
  • মৌসুমী রানী দাশ

দ্বি-বার্ষিক সম্মেলনে মৌলভীবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্বে শাখার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মমিতা সিনহা, সৈয়দ মুনিম আহমদ রিমন, অনিমেষ চৌধুরী, শাপলা দত্ত, অরুণ কুমার দাশ, ডা. অঞ্জন কুমার দাশ এবং প্রতীক এন্দ রবীন্দ্রনাথের গান গেয়ে দর্শকদের বিমোহিত করেন। শাপলা দত্ত এবং অরুণ কুমার দাশের সঞ্চালনায় বিকাল ৩টায় মনোমুগ্ধকর অনুষ্ঠান শেষ হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়