Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২২ জুন ২০২২
আপডেট: ১৬:৫৩, ২২ জুন ২০২২

সুনামগঞ্জে ভেলায় ভাসলো মায়ের লাশ, লিখে দিলেন ‘শুকনো জায়গায় মাকে কবর দিও’

লাশ দাফনের জায়গাটুকুও তলিয়ে গেছে বানের পানিতে

লাশ দাফনের জায়গাটুকুও তলিয়ে গেছে বানের পানিতে

টানা ভারি বৃষ্টি এবং উজানের ঢলের পানি বেড়ে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে। চারদিকে বন্যার অথৈ জলরাশি। কোথাও এতোটুকু জমি বাকি নেই, লাশ দাফনের জায়গাটুকুও তলিয়ে গেছে। নিরুপায় ছেলে মায়ের দাফন হবে এই আশায় লাশ ভেলায় ভাসিয়ে দিলেন। ভেলায় মরমের সকল দুঃখ মিশিয়ে লিখে দিলেন একটি চিরকুট- ‘শুকনো জায়গায় মাকে কবর দিও’।

পড়ে সিনেমার ড্রাফট 'স্ক্রিপ্ট' মনে হলেও এমনটা বাস্তবেই ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুরে। বানের জলে পর্যটকদের মুগ্ধ করা টাঙ্গুয়ার ভয়াল থাবা এভাবেই চোখে জল এনে দিয়েছে তাহিরপুরের মানুষের। বানের জলে সব ডুবে যাওয়ায় মৃত ব্যক্তিদের দাফন করতে পারছেন না তারা।

গত রবিবার বন্যাদুর্গত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর এলাকায় এমন হৃদয়-বিদারক ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমির রেজা।

এভাবে লাশ ভাসিয়ে দেওয়ার আরও একটি ঘটনার কথা জানিয়েছেন তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ। তিনি বলেন, ‘নয় নগর গ্রামের রেণু মিয়ার দুই বছরের ছেলে আলামিন বন্যার পানিতে ডুবে মারা যায়। শুকনো জায়গায় কবর দিতে না পেরে মা-বাবা পানিতে ছেলের লাশ ভাসিয়ে দেন।’

হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশমির রেজা বলেন, ‘রবিবার সকালে আমরা একটি সেবামূলক সংগঠনের সঙ্গে সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর এলাকার টাঙ্গুয়ার হাওরে সারাদিন ঘুরে ত্রাণ বিতরণ ও বন্যার চিত্র পরিদর্শন করি। আমাদের নৌকা বিশ্বম্ভরপুর হাওরের ভাতের টেক আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক সেই দৃশ্য চোখে পড়ে। আত্মীয়-স্বজন কলার ভেলায় করে একটি লাশ পানিতে ভাসিয়ে দিচ্ছেন! সেই লাশের সঙ্গে একটি চিরকুট দেওয়া হয়েছে। তাতে মায়ের লাশ দাফনের জন্য ছেলে আকুতি জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘হাওরে অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। মানুষ দাঁড়ানোর মতো এক ইঞ্চি শুকনো জায়গাও নেই। এর মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছেনি মধ্যনগর, তাহিরপুর, ধর্মপাশা, শাল্লা এলাকার মতো দুর্গত-দুর্গম অঞ্চলে।

এ প্রসঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাবিউর রহিম জাকির বলেন, ‘আমার উপজেলার ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। এখানে কবরস্থানগুলো তলিয়ে গেছে। লাশ দাফনে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে এটাই স্বাভাবিক।’

তাহিরপুরের ইউএনও মো. রায়হান কবির বলেন, ‘আমার এলাকায় সবকটি ইউনিয়ন ও গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। কবরস্থানগুলো তলিয়ে গেছে। লাশ দাফন না করে ভাসিয়ে দেওয়ার তথ্য আমাদের কাছে নেই।’ তবে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়