Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৪ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ৩ আগস্ট ২০২২

বন্যার পর এবার সুনামগঞ্জবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে নদীভাঙন

ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে

ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে

সম্প্রতি হওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার বিপর্যস্ততা এখনো কাটিয়ে উঠতে পারেনি সুনামগঞ্জবাসী। বন্যার পর ভাটি অঞ্চলের মানুষ এবার দুর্ভোগে পড়েছেন নদী ভাঙনের জন্য। একে একে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, গ্রামীণ জনপদ, হাট-বাজার, মসজিদ ও কবরস্থান।

১৬ জুন উজান থেকে আসা ঢলের কারণে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। হাওরের পানিতে তলিয়ে যায় সুনামগঞ্জের অনেকগুলো এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। জেলা প্রশাসনের তথ্য বলছে সুনামগঞ্জে এবারের বন্যায় প্রায় ৪৫ হাজার ঘরবাড়ি ক্ষতি হয়।

বর্তমানে সুনামগঞ্জে নদ-নদীর পানি কমলেও ভয়াবহ নদী ভাঙন শুরু হওয়ায় নতুন আরেক মহাদুর্যোগে পড়েছে সুনামগঞ্জবাসী। জেলার বিশ্বম্ভপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের মুনিপুরি গ্রামটিতে বসবাস ছিল ৫ শতাধিক পরিবারের। কিন্তু বন্যা পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ নদী ভাঙন। ইতোমধ্যেই ৬০টির বেশি পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ফলে সেই পরিবারগুলো এখন কোথায় আছে, জানেন না এই গ্রামের মানুষ।
বিজ্ঞাপন

শুধু মুনিপুরি গ্রাম নয়, জেলার সুরমা, কুশিয়ারা, নলজুর, বটেরখাল, মহাশিং ও পুরাতন সুরমা নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙছে নদীর পাড়। জেলার জগন্নাথপুর, সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, ছাতক, দোয়ারা, তাহিরপুর, শান্তিগঞ্জ ও ধর্মপাশা উপজেলার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, গ্রামীণ জনপদ, মসজিদ ও কবরস্থান ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে।

ভাঙন কবলিত এলাকার মানুষ জানান, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। সরকার দ্রুত নদী ভাঙন রোধে পদক্ষেপ না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, নদী ভাঙন রোধে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভাঙন ঠেকাতে বালু মিশ্রিত বস্তা ফেলা হচ্ছে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়