Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ১৫ সেপ্টেম্বর ২০২২

জগন্নাথপুরে হাসপাতালে নার্সের অবহেলায় রোগীর মৃত্যু

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর মৃত্যুতে দায়িত্বরত নার্সের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ইতিমধ্যে তাহমিনা বেগম নামের ওই নার্সকে দায়ী করে তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে।

গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে নার্স তাহমিনা বেগমের দায়িত্বে অবহেলার কথা বলা হলেও চিকিৎসক তানজিম হোসেনের কোন ত্রুটি পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধুসুধন ধর বলেন, ঘটনার দিন হাসপাতালে অতিরিক্ত রোগি ভর্তি ছিলেন। ফলে নার্সের কিছুটা অবহেলা পেয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জন বরাবরে পাঠিয়েছি।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের আব্দুল হামিদ (৫০) শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন রাত ১১ টায় তার শ্বাসকষ্ট বাড়লে সঙ্গে থাকা স্ত্রী সন্তানরা কর্তব্যরত নার্স তাহমিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেন। এসময় চিকিৎসকের খুঁজে নার্সের সহযোগিতা চাইলে নার্স তাহমিনা বেগম চিকিৎসক নির্দিষ্ট সময়ে এসে দেখবেন বলে জানান। চিকিৎসক ও নার্সের অবহেলায় চিকিৎসা না পেয়ে রাত ১২ টার দিকে আব্দুল হামিদ মারা যান। পরে ওই রোগির স্বজনরা নার্স ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট অর্থপেট্রিক রাজিব পালকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়