সুনামগঞ্জ প্রতিনিধি
এবারও জামিন হয়নি ঝুমন দাশের
ঝুমন দাস আপন
এবারও জামিন পান নি ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে আটক ঝুমন দাশ। সোমবার (২৬ সেপ্টেম্বর সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ঝুমন দাস ওরফে আপনের (২৬) আইনজীবী তার জামিন চেয়েছিলেন। কিন্তু আদালতের বিচারক তার জামিন না মঞ্জুরের আদেশ দেন।
ঝুমন দাসের আইনজীবী পঙ্কজ তালুকদার গণমাধ্যমকে জানান, গত ৩০ আগস্ট ঝুমন দাস গ্রেপ্তার হওয়ার পর ৪ সেপ্টেম্বর তারা নিম্ন আদালতে জামিন চেয়েছিলেন, কিন্তু জামিন হয়নি। সোমবার (২৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে আবার জামিনের আবেদন করা হয়। আদালতের বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করেছেন।
আইনজীবী পঙ্কজ তালুকদার বলেন, ঝুমন দাসের পরিবার উচ্চ আদালতে জামিনের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেটির প্রস্তুতি নিচ্ছি।
ঝুমন দাসের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। শাল্লা থানার পুলিশ তাকে গত ৩০ আগস্ট দুপুরে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে শাল্লা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমনুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। ঝুমন দাস এদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঝুমন দাসের বিরুদ্ধে এর আগে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছরের ২২মার্চ আরেকটি মামলা করেছিল পুলিশ। ওই মামলায় তিনি প্রায় ছয়মাস জেলে ছিলেন। মামলাটি এখন সিলেটের সাইবার ট্রাইব্যুনালে আছে।
এবার ঝুমন দাসকে গ্রেপ্তারের পর সুনামগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ আগস্ট বেলা তিনটায় ঝুমন দাস নিজের ফেসবুক আইডি থেকে একটি উসকানিমূলক পোস্ট করেন। ওই পোস্ট করার পর ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করে এবং এতে এলাকায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
ঝুমন দাস তার জবানবন্দিতে উল্লেখ করেছেন, গত ২৮ আগস্ট তার ফেসবুক আইডিতে অন্য একজনের আইডি থেকে একটি পোস্ট আসে। তাতে সিরাজগঞ্জের হাটি কুমরতলের নবরত্ন মন্দিরের গেটে একটি মসজিদের দানবাক্স লাগানো ছিল। এই পোস্ট পড়ে তিনি সেটি কপি করে তার টাইম লাইনে শেয়ার করেন। পরে তিনি সেটি অনলি মি করে ফেলেন। এরপর শুনেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠনো হয়।
হেফাজতে ইসলামের তৎকালীন কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে দেওয়া ঝুমন দাসের একটি পোস্টের জেরে গত বছরের ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামে হামলা হয়। হামলার ঘটনার আগে ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক বক্তব্য দেন। পরে মামুনুল হককে নিয়ে নিজের ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেন বলে অভিযোগ ওঠে ঝুমন দাসের বিরুদ্ধে। ১৬ মার্চ রাতে পুলিশ ঝুমন দাসকে আটক করে।
পরদিন ১৭ মার্চ সকালে উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চন্ডিপুর গ্রামের মানুষ লাটিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা চালান।এ ঘটনায় পরে শাল্লা থানায় মামলা হয় তিনটি। এর মধ্যে দুটি হয় হামলা ও ভাঙচুরের ঘটনায়। অন্য মামলাটি পুলিশ করে ঝুমন দাসে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে। এই মামলায় তিনি প্রায় ছয়মাস জেল খাটার পর হাইকোর্ট থেকে এক বছরের জন্য ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর জামিন পান।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’