ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে সীমান্ত এলাকা থেকে ২টি ডিনামাইট উদ্ধার
![উদ্ধারকৃত ডিনামাইট। ছবি- প্রতিনিধি উদ্ধারকৃত ডিনামাইট। ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/ছাতক-সীমান্তে--ডিনামাইট-উদ্ধার-eyenews-2212261158.jpg)
উদ্ধারকৃত ডিনামাইট। ছবি- প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত এলাকা থেকে দুটি ডিনামাইট (বোমা) উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
গতকাল রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৩/৯ পিলারের পাশ থেকে এই ডিনামাইট দুটি উদ্ধার করা হয়। পরে লুবিয়া বিজিবি ক্যাম্পে নিয়ে ডিনামাইট দুটি নিস্ক্রিয় করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, লুবিয়া বিওপির কমান্ডার হাবিলদার সুলতানের নেতৃত্বে সীমান্ত এলাকায় টহল চলছিল। চোরাকারবারিরা অসৎ উদ্দেশ্যে নিয়ে আসা বিস্ফোরক ওয়ারসহ দুটি ডিনামাইট নিয়ে গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে যাচ্ছিল।
এসময় বিজিবির অবস্থান আঁচ করতে পেরে ডিনামাইট দুটি ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। ভোর রাতে সীমান্তের ১২৪৩/৯ পিলারের পাশ থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া বিস্ফোরক ওয়ার সহ দুটি ডিনামাইট উদ্ধার করে বিজিবি সদস্যরা।
ডিনামাইট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ৪৮ বিজিবির সহকারী পরিচালক ফারুক আহমদ জানান, বিষয়টি ছাতক থানাকে অবহিত করা হয়েছে।
এদিকে বিজিবির কাছ থেকে ডিনামাইটের খবর পেয়ে ছাতক থানার ওসি (তদন্ত) আরিফ হোসেন ও এসআই আতিকুল ইসলাম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় লোকজন জানান, উদ্ধারকৃত ডিনামাইটগুলো মূলত সীমান্তের ওপারে চুনাপাথর ভাঙার কাজে ব্যবহার করা হয়। চুনাপাথর পাহাড়ের গায়ে গর্ত করে ডিনামাইট রেখে এর সাথে বিস্ফোরক ওয়ার সংযোগ করে দেয়া হয়। পরে বিস্ফোরক ওয়ারের অপর প্রান্তে অগ্নিসংযোগ করে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে চুনাপাথর ভাঙা হয়ে থাকে।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’