Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ২০ জুন ২০২৩

সুনামগঞ্জে স্রোতের তোড়ে ভেসে গেলেন দুই সন্তানসহ মা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পায়ে হেঁটে ডুবন্ত সড়ক পাড়ি দিয়ে দাড়াইন নদীর সেতুতে ওঠার সময় প্রবল স্রোতে পা পিছলে এক নারী ও দুই শিশু নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর কাছের ডুবন্ত রাস্তা পাড়ি দিয়ে গুঙ্গিয়ারগাঁও বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রতীন্দ্র দাসের স্ত্রী  দোলন রাণী দাস (৩০), তার মেয়ে জবা রাণী দাস (৭) ও ছেলে বিজয় দাস (৫)।

শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই নারী দুই সন্তান নিয়ে গুঙ্গিয়ারগাঁও বাজারের দিকে রওনা দেন।  তখন বাহাড়া-গুঙ্গিয়ারগাঁও ডুবন্ত সড়কের কালভার্ট উপচে দারাইন নদীতে পানি ঢুকছিল। ওই নারী সন্তানদের নিয়ে সড়কের ওই অংশ পাড়ি দিতে গিয়ে পা পিছলে প্রবল স্রোতে ভেসে যান। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানালে তারা নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আইনিউজ/ই.উ

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়