তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে ঘাগড়া-লাউড়েরগড় নৌ ঘাটের খাশ কালেশন স্থগিত
নৌ ঘাটে সারিবাঁধা বাল্কহেড নৌকা। ছবি- আই নিউজ
তাহিরপুর সীমান্তবর্তী নদী যাদুকাটার ঘাগড়া-লাউড়েরগড় নৌঘাটের খাশ কালেকশন স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
গত মঙ্গলবার (২০ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন এবং আগামী সাত দিনের মধ্যে টেন্ডার আবেদনকারীকে কেন ঘাটের দখল বুঝিয়ে দেওয়া হবেনা এ মর্মে রোল জারি করেন আদালত।
জানা যায়, ১৪২৯ বাংলা সনে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া হতে লাউড়েরগড় নৌকাঘাটটি ৮৮ লাখ ৯ হাজার ৬৫০ টাকা ইজারা আদায় করে উপজেলা প্রশাসন। গেল চৈত্র মাসে এই নৌকাঘাটের ইজারা মেয়াদ শেষ হলে পুনরায় ইজারার জন্য দরপত্র আহবান করা হয়। দরপত্রে এক কোটি ১৩ লাখ টাকার মাধ্যমে সর্বচ্চো দরদাতা হিসেবে ইজারা পান মনসুর আলম নামে এক ইজারাদার। ইজারাদার মনসুর ৪৫ লাখ টাকা একটি ব্যাংকের মাধ্যমে টাকা পে অর্ডারও করেন। যা এখনও জমা রয়েছে। কিন্তু উপজেলা প্রশাসন ইজারাদারকে নির্দারিত সময়ে নৌঘাট বুঝিয়ে না দিয়ে এক অদৃশ্য শক্তির ইশারায় খাস কালেকশনের মাধ্যমে টোল আদায় করেন।
মঙ্গলবার (২০ জুন) ইজারাদার মনসুর এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন করলে হাই কোর্টের দৈত বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন, হাইকোর্টে রিট শুনানি কারী সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. ইকবাল হোসেন। মামলায় সরকার পক্ষে ছিলেন, ডিপোটি এর্টানি জেনারেল এডভোকেট শেখ সাইফুজ্জামান।
এ বিষয়ে তাহিরপুর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি বলেন, বুধবার (২১ জুন ) দুপুরে ই-মেইলে মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ পেয়েছি। ঘাগড়া লাউড়েরগড় নৌঘাটের খাস কালেশসন বন্ধে দ্রুত ব্যবস্হ নেয়া হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’