তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায় তোপের মুখে ওসি
তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে আইন-শৃংখলা কমিটির সভা। ছবি- আই নিউজ
সুনামগঞ্জের তাহিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার যাদুকাটা ও মাহারাম নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে তোপের মুখে পড়েন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
বুধবার (১৯ জুলাই) দুপুরে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় মাহারাম ও যাদুকাটা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে কথা উঠলে উপস্থিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্যের এক পর্যায়ে বলেন, রাতের আধারে অবৈধভাবে বালি উত্তোলন সিন্ডিকেটের সাথে তাহিরপুর থানার ওসি সরাসরি জড়িত রয়েছেন।
সভায় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান বলেন, রাতের আধারে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনকালে থানার দারোগারা ব্যাগ হাতে নিয়ে টাকা তুলেন। বালি উত্তোলন সিন্ডিকেটের সাথে যদি তাহিরপুর থানা পুলিশের একাত্মতা না থাকতো তাহলে এ কাজ কখনোই সম্ভব হতো না।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, যাদুকাটা নদীর পুর্বের ইজারাদাররা সনাতন পদ্ধতিতে বারকি শ্রমিক দিয়ে বালি উত্তোলন করতো। কিন্তু এখন ড্রেজার বসিয়ে জনগণের জমি ও নদীর পার কেটে বালি উত্তোলন করা হচ্ছে। যা তাহিরপুরের মানুষের আগামী দিনে দুঃখ-দুর্দশার বিশেষ কারণ হয়ে দাঁড়াবে।
এ সময় বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বর্তমান তাহিরপুর থানার ওসিকে অযোগ্য দাবি করে বলেন, যাদুকাটা নদীতে দিনে ও রাতে প্রকাশ্যে নদীর পার কেটে বালি উত্তোলন চলছে। যা আমরা অন্য কোনো ওসির আমলে দেখি নি। এতে প্রমাণ হয় যে, বালি উত্তোলন সিন্ডিকেটে ওসি জড়িত রয়েছেন।
সভায় বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন বলেন, আমরাও যাদুকাটা নদীর ইজারাদার ছিলাম, তবে রাতের আধারে এভাবে ড্রেজার বসিয়ে নদীর পার কেটে কখনোই বালি উত্তোলন করিনি এখন যা প্রতিনিয়তই চলছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আমাকে জড়িয়ে সভায় যেসব বক্তব্য উত্থাপন হয়েছে তা সম্পুর্ন অযৌক্তিক ও আপত্তিকর। আমার থানা পুলিশের সদস্যরা ব্যাগ নিয়ে রাতের আঁধারে টাকা উত্তোলন করি এমন প্রমাণ কেউ দিতে পারবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’