তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিপন্ন যাদুকাটা নদী, পরিবেশ-প্রকৃতি রক্ষার আহ্বান
মাহারাম নদীর মুখ পরিদর্শনে আওয়ামী লীগ নেতারা। ছবি- রাজন চন্দ
তাহিরপুরের যাদুকাটা নদীতে ড্রেজার আগ্রাসন ও পাড় কেটে বালু উত্তোলন থেকে বসতভিটা-বিভিন্ন স্থাপনা রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সংসদ ও প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলার জন প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার (২১জুলাই) বেলা ৫টায় যাদুকাটা নদীর বড়টেক, শিমুলবাগান, মাহারাম নদীর মুখ পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে তারা এই আহবান জানান।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, যাদুকাটার পরিবেশ প্রকৃতি আজ হুমকির মুখে। অচিরেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধ না হলে হাওরের বুরো ফসল আগাম বন্যার হুমকিতে পড়বে। এ অবস্থার নিরসনে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে আমরা আশাবাদী।
উপজেলা আওয়ামীলগের সভাপতি আবুল হোসেন খান বলেন, ড্রেজার ও নদীর পাড় কাটা ঠেকাতে প্রশাসনের আরও কার্যকরী ভূমিকা রাখার প্রয়োজনবোধ করছি। মুষ্টিমেয় কিছু লোকের এসব অপকর্মের জন্য এলাকায় সরকারের উন্নয়ন ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, নদী তীরবর্তী কয়েকটি গ্রামের গুটিকয়েক লোকজন ড্রেজার ও পাড় কেটে বালু উত্তোলন করছে। এ কারনে পুরো উপজেলার পরিবেশ-প্রকৃতি আজ হুমকির মুখে।
বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, গত মেয়াদে নদীর পাড় কাটা ও ড্রেজার বন্ধে আমরা ইজারাদারা নিজস্ব লোকবল নিয়োগ করে এসব অপকর্ম বন্ধ রেখেছিলাম। বর্তমান ইজারাদাররা এক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখলে নদীতে এসব অপকর্ম কমে আসবে। যাদুকাটার পরিবেশ-প্রকৃতি রক্ষা পাবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, আওয়ামীগের সাধারন সম্পাদক অমল কর, বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, লাউড়েরগড় আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’