Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩২, ৩০ আগস্ট ২০২৩

মানুষ উন্নয়ন চায় কোন সন্ত্রাস দল চায় না: পরিকল্পনা মন্ত্রী 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মানুষ উন্নয়ন চায় কোন সন্ত্রাস দল চায় না জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, পথেঘাটে, অফিস আদালতে রেললাইনে যদি আক্রমণ করা হয় তাহলে অবশ্যই নির্বাচনে ক্ষতি হবে। নির্বাচনে প্রভাব পড়ার একটাই কারণ দেশের ভিতরের সন্ত্রাসী হামলা নাশকতা তৈরি করলে। 

বুধবার (৩০ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলা কার্প হ্যাচারী পরিদর্শন ও মাছের পোনা বিতরণকালে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, নির্বাচনের নামে যদি কেউ নাশকতা সৃষ্টি করে ভাঙ্গচুরে লিপ্ত হয় তাহলে  দেশে অরাজকতা সৃষ্টি হবে। এসব না হলে নির্বাচনে কোন প্রভাব পড়বে না সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের নামে চোরাগলি পথে অশৃঙ্খলাতা তৈরী করে তাহলে আমাদের উন্নয়ন ক্ষতিগ্রস্থের মুখে পড়বে।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনে দেশের মানুষের আয় হয়।  নির্বাচন আসলে দেশের মানুষ খুশি হয়। চা, সিংগারা বিক্রি  হয় আনন্দ উল্লাসে লিপ্ত হয় মানুষ। কিন্তু কিছু কুচক্রী মহল নির্বাচনের নামে দেশে আন্দোলন করে সেই উল্লাসকে সন্ত্রাসী কর্মকার্ন্ডে পরিণত করে। দেশের মানুষের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা তৎপরতা শুরু করেছে। আন্দোলনের নাম করে দেশের উন্নয়নের ক্ষতি করাই তাদের লক্ষ্য। 

 নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতির বিষয়ে তিনি বলেন,  নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন। জিনিসপত্রের দাম কিছুটা কমেছে। চাউলের দাম কম আছে তেলের দাম স্থিতিশীল রয়েছে।  পেয়াজর দাম বেড়েছে সরকার পেয়াজ দেশে আনতে শুরু করেছে দাম বাড়তে পারবে না। আগের চেয়ে বাজারের জিনিসপত্রের দাম কিছুটা কম আছে। দাম আরো কমে আসবে সরকার কাজ করে যাচ্ছে। 

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের উপ পরিচালক  মোঃ আনোয়ার হোসেন,  উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারা উজ জামান, সুনামগঞ্জ  মৎস অফিসার মোহাম্মদ শামসুল করিম, সহকারী পরিচালক সিমা রানী বিশ্বাস, হ্যাচারি অফিসার, মনিরুজ্জামান।

মাছের পোনা বিতরণ শেষে শান্তিগঞ্জ উপজেলার মৎস্য অফিসের উদ্দ্যাগে মহাসিংহ নদীতে রুই জাতীয় ৪২৫ কেজি পোনামাছ অবমুক্তকরা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়