জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জে ভিপি নূর সমর্থকদের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

ছবি- আই নিউজ
সুনামগঞ্জে ভিপি নূরের নেতৃত্বাধীন গণ-অধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরে এই ঘটনা ঘটে। যুব অধিকার পরিষদের অনুষ্ঠানস্থল উকিলপাড়া প্রেসক্লাবে গিয়ে হামলা করে ছাত্রলীগের সমর্থকরা।
যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের দাবী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়মতান্ত্রিক ভাবে তারা তাদের অনুষ্ঠান আয়োজন করেছেন। শান্তিপূর্ণ ভাবে র্যালি ও আলোচনা সভা শেষ করে খাবার খাওয়ার সময় হঠাৎ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এসে তাদের বেধড়ক মারধর শুরু করেন। শুধু মারধর করেই ক্ষান্ত হননি, আহত যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের হাসপাতালে চিকিৎসাও দিতে দেয়নি। হাসপাতালের সামনে তাদের আটকে আবার পিটিয়েছে ছাত্রলীগ।
যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদ আলী খোকন ফোনে জানান, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ কর্মী তাদের অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায়। এসময় হামলাকারীদের হাতে থাকা রড ও লাঠির আঘাতে যুব অধিকার পরিষদের ১০ জন কর্মীর মাথা ফেটেছে। কেউ কেউ ছুরিকাহত হয়েছেন। সবমিলিয়ে অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ছাত্রলীগ বাধা দিয়েছে। এক পর্যায়ে তিনিসহ কয়েকজন কর্মীকে পাশের একটি রেস্ট হাউসের ভেতরে নিয়ে মারপিঠ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বললেন, উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে কারা হামলা করেছে জানা নেই আমাদের। হামলার খবর পেয়ে আমি এবং জেলা ছাত্রলীগের সভাপতি ওখানে যাই। পরে হলের ভেতরে থাকা যুব অধিকারের পরিষদের কয়েকজনকে তাদের নিজ নিজ বাড়ীতে পৌঁছে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বললেন, উকিলপাড়ায় হামলার ঘটনার খবর আমরাও শুনেছি। কিন্তু কেউ লিখিত বা মৌখিক অভিযোগ জানায় নি। কারা হামলা করেছে, কেন করেছে সেটাও কেউ জানায় নি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’