Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪২, ২০ নভেম্বর ২০২৩

সুনামগঞ্জ-১ আসন: নৌকার মনোনয়ন সংগ্রহ করলেন অ্যাড. গোলাম কিবরিয়া

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। ছবি- আই নিউজ

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। ছবি- আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

জানা যায়, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ, প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন। এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। বিগত দিনে তিনি অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা, অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ খাদ্য বিতরণ করেছেন। করোনাকালীন সময়েও তিনি হাওর বাসীর পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে তিনি সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জনসাধারণের মনে জায়গা করে নিয়েছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি শুধু একজন এমপি হতে নয়, সুনামগঞ্জ-১ আসনে জনগণের সেবক হয়ে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়