সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৫ আসনে মনোনয়ন বাতিল ৭ জনের
ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করা ৪১ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ত্রুটি ধরা পড়ায় প্রাথমিকভাবে ৭ জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার ও সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় সুনামগঞ্জের-২ আসনে মনোনয়ন বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ও সুনামগঞ্জ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালদের।
সুনামগঞ্জ-৪ আসনে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ১ শতাংশ ভোটার তালিকায় স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন এবং ঋণখেলাপীর জন্য সুপ্রিম পার্টির আবুল ফজল মাসউদের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়াও সুনামগঞ্জ-৫ আসনে আয়করের আয়কর রিটার্ন দাখিল না করা স্বতন্ত্র প্রার্থী মনির উদ্দিন, কৃষক শ্রমিক জনতালীগের আব্দুল জলিল ও মনোনয়ন ফরমে তথ্যে গরমিল থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী সাচ্চু বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাই করে কিছু প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে। কয়েকজন প্রার্থী মনোনয়নপত্রের তথ্যে কিছু সংশোধন হবে। তাই সোমবার এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে ৫ নভেম্বরের মধ্যে কমিশনের কাছে আফিল করতে পারবে। প্রয়োজন হলে মহামান্য হাইকোর্টেও যেতে যারবেন প্রার্থীরা।
সুনামগঞ্জ -১ আসনে মনোনয়ন দাখিলকৃত সকল প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন দাখিল করেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, গণফ্রন্ট প্রার্থী মো. জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পাটির প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃনমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সেলিম আহমদ ও এম নবী হোসেন।
সুনামগঞ্জ -২ আসনে আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ, গণতন্ত্রী পার্টি মিহির রঞ্জন দাস ,স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, ঋতেষ রঞ্জন দেব, ড. মো. শামসুল হক চৌধুরীর মনোয়ন বৈধ হয়েছে।
সুনামগঞ্জ- ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টির মো.নজরুল ইসলাম, জাতীয় পার্টি তৌফিক এলাহী ও তালুকতার তালুকদার মো. মকবুল হেসেন এর মনোনয়ন বৈধ হয়েছে।
সুনামগঞ্জ -৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, জাসদ মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের মো.রুহুল ইসলাম, পিপস্ পার্টির মোহাম্মদ দেলোয়ার, বিএনএমের মনোনীত প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী এনামুল কবির ইমেন মনোনয়ন বৈধ হয়েছে।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির প্রার্থী নাজমুল আহমদ হিমেল, বিএনএফের আশরাফ হোসেন, জাকের পার্টি শেখ ইয়াকুব আলী, গণফোরামের প্রার্থী আয়্বূ করম আলী, সুপ্রিম পার্টির আবু সালেহ, পিপলস্ পার্টি আজিল হক, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ও আয়ূব করম আলী মনোননয় ফরম বৈধ হয়েছে।
আয়ূব করম আলী গণফোরামের প্রাথিতা বৈধ হওয়ায় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথকভাবে মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’