Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশিত: ১২:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

সুনামগঞ্জে আজ থেকে শুরু বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা 

সুনামগঞ্জে আজ থেকে শুরু ৫ দিনের ভ্রাম্যমাণ বইমেলা।

সুনামগঞ্জে আজ থেকে শুরু ৫ দিনের ভ্রাম্যমাণ বইমেলা।

সুনামগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের পাঠকদের হাতে পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলো পৌঁছে দিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই উদ্যোগ। 

সুনামগঞ্জে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ভ্রাম্যমাণ বইমেলা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী, পাঠক ও ক্রেতার জন্য উন্মুক্ত থাকবে।

বইমেলায় থাকছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, অনুবাদ, সাইন্স ফিকশন, রূপকথা ও ছোটদের জন্য বাছাই করা বই।

এ ছাড়াও, প্রতিটি বইয়ের প্রকৃত মূল্য থেকে থাকছে ২৫% হতে ৩০% পর্যন্ত বিশেষ মূল্যছাড়।

রোববার বেলা ২টায় সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হবে।  

বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী বইমেলা’র সফলতা কামনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরেই সত্তর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। হাটি হাটি পা পা করে ৪৫ বছর পূর্ণ হয়েছে তার। আয়োজিত বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী বইমেলায় জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের অবারিত অংশগ্রহণে আলোকিত মানুষ’ গড়ার আন্দোলন তরান্বিত হোক।”

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়