Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ৪ মে ২০২৪

সুনামগঞ্জে ২ ইজিবাইক চালক হ ত্যা: জড়িত ৭ জনকে গ্রেফতার 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দুই ইজিবাইক চালক হ ত্যা কা ণ্ডে র সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (০৪ মে) সকাল ১১টায় আসামিদের ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 

তবে আসামিদের নাম ও হ ত্যা কা ণ্ড কীভাবে সংগঠিত হয়েছে এ সম্পর্কে কোনো তথ্য জানায়নি পুলিশ। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেছেন সহাকারী পুলিশ সুপার।  

জানা গেছে, নি হ ত ইজিবাইক চালক সাইকুল ইসলাম ইসলাম ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কারি মিয়া খানের ছেলে। গত ৮ এপ্রিল বিকেল তিনটার দিকে সাইকুল নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বেরিয়েছিল। এরপর থেকে সাইকুল ও তার ইজিবাইককে খোঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সাইকুলের বাবা পরদিন ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করেন। কিছুদিন পর (১৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পাষেড় গ্রামের ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের অ র্ধ গ লি ত ম র হে দ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর সাইকুলের পরিবার ওই মরদেহকে সাইকুলের বলে দাবি করেন।

ময়নাতদন্তের পর পুলিশ ওই মরদেহ সাইকুলের পরিবারের হাতে তুলে দেয়। পরে সাইকুলের পরিবার ওই ম র দে হ দাফন করেন। এর দশ দিন পর উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সামনে নিমাইকোনা বিলের একটি ধান ক্ষেত থেকে মা ন ব দে হে র খু লি সহ কি ছু হা ড় উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর হুমায়ূনের পরিবার আলামত দেখে খু লি-হা ড় হুমায়ূনের বলে দাবি করে। পরে হুমায়ূনের পরিবারের কাছে খু লি স হ হা ড় হস্তান্তর করা হয়। সদর ইউনিয়নের দশধরী গ্রামের কামাল মিয়ার ছেলে হুমায়ূন গত ১৫ মার্চ ইজিবাইকসহ নি খোঁ জ হয়েছিল।

পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস জানান, এই ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ইজিবাইক ও একটি ইজিবাইকের ব্যাটারী উদ্ধার করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়