সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে নানা পণ্যের চোরাকারবারীদের মহোৎসব
রাজস্ব ফাঁকি দিকে গত এক সপ্তাহে প্রায় ১০কোটি টাকা মূল্যের পণ্য এনেছে চোরকারবারীরা।
সুনামগঞ্জের আলোচিত তাহিরপুর সীমান্তে চলছে চোরাকারবারীদের মহোৎসব। চোররা রাজস্ব ফাঁকি দিকে গত এক সপ্তাহে প্রায় ১০কোটি টাকা মূল্যের চুনাপাথর, কয়লা, বালি, চিনি, পেয়াজ ও ফুচকাসহ নাসির উদ্দিন বিড়ি ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ছাত্র আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তের বিজিবি ক্যাম্প সংলগ্ন বড়ছড়া ও বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে বিশিষ্ট চোরাকারবারী রফিকুল, আমীর আলী, মহিবুর, সাইদুল, রুবেল মিয়া,কামাল মিয়া ও আক্কল আলীগং প্রায় ১০হাজার মেঃটন চুনাপাথর ও ১৫ হাজার মে.টন কয়লা পাচার করেছে।
অন্যদিকে পাশের নিলাদ্রী লেকপাড় ও টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সংলগ্ন এলাকা দিয়ে চোরাকারবারী মকবুল, মানিক ও রহিছ গং প্রায় ১ হাজার মে.টন কয়লা ও ৫শ মেঃটন চুনাপাথর পাচাঁর করেছে। পরে বিজিবিকে ম্যানেজ করার জন্য প্রতিট্রলি চুনাপাথর থেকে ১হাজার ৫শত টাকা ও প্রতি বস্তা কয়লা থেকে ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করেছে সোর্স পরিচয়ধারী কামাল মিয়া,মকবুল ও আক্কল আলী।
একইভাবে পাশের চাঁনপুর সীমান্তের বিজিবি ক্যাম্প সংলগ্ন নয়াছড়া, গারোছড়া, কড়ইগড়া ও বারেকটিলা এলাকা দিয়ে চোরাকারবারী জামাল মিয়া, কালাম মিয়া, নজরুল, রফিকুল, তোতা মিয়া, রুসমতগং প্রায় ২ হাজার মেঃটন কয়লা ও ১ হাজার মেঃটন চুনাপাথরসহ ফুচকা, চিনি, পেয়াজ, বালি পাচার করেছে।
চারাগাঁও সীমান্তের লালঘাট, বাঁশতলা, এলসি পয়েন্টের ছড়া, কলাগাঁও, জঙ্গলবাড়ি এলাকা দিয়ে চোরাচালান মামলার আসামী রফ মিয়া, আইনাল মিয়া, সাইফুল মিয়া, রিপন মিয়া, দীপক মিয়া, সোহেল মিয়া, বাবুল মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, রুবেল মিয়া, আদম আলী, শরাফত আলীগং প্রায় ১০হাজার মেঃটন কয়লা ও চুনাপাথরসহ বালি, চিনি, পেয়াজ ও মাদকদ্রব্য পাচাঁর করেছে।
একইভাবে লাউড়গড় সীমান্তে চোরাকারবারী বায়েজিদ মিয়া, শহিদ মিয়া, জসিম মিয়া, নবীকুল, জজ মিয়া, নুরু মিয়াগং, বীরেন্দ্রনগর লেংড়া জামাল, গোলাম মোস্তফাগং ও বালিয়াঘাট সীমান্ত দিয়ে চোরাকারবারী রতন মহলদার, কামরুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, ইয়াবা কালাম, হোসেন আলীগং রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে কোটিকোটি টাকার কয়লা,পাথর, গরু, ঘোড়া, চিনি, সুপারী, পেয়াজ ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করলে বিজিবির পক্ষ থেকে কোন অভিযানের খবর পাওয়া যায়নি। তাই সীমান্ত চোরাচালান প্রতিরোধ করাসহ চোরাকারবারীদের গ্রেফতারের জন্য সেনা বাহিনীর সহযোগীতা জরুরী প্রয়োজন।
এ ব্যাপারে টেকেরঘাট কোম্পানীর বিজিবি ক্যাম্পের ভিআইপি (০১৭৬৯৬১৭৩৫৪) মমিন বলেন- বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’