Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ২৮ আগস্ট ২০২৪

সুনামগঞ্জে ওসি মাইনুদ্দিনের বিরুদ্ধে ছাত্রদের মানববন্ধন

ওসি মইনুদ্দিনকে প্রত্যাহারের দাবিতে ছাত্রদের মানববন্ধন। ছবি- আই নিউজ

ওসি মইনুদ্দিনকে প্রত্যাহারের দাবিতে ছাত্রদের মানববন্ধন। ছবি- আই নিউজ

সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ও এস আই হেলালের অনিয়ম দূর্নীতি এবং যাদুকাটা নদীর পাড় কাটার সঙ্গে জড়িত থাকায় তাদের দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তাহিরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান কাউসারের সঞ্চালনায় ওসির অপসারণ দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহিদ আল সুজন, আনিসুর রহমান সাকিব, দেলোয়ার হোসেন, মইনুল হোসেন, মাহফুজ আহমেদ সামি, পার্থিব আহমেদ, উজ্জ্বল আহমেদ, আবুল হাসান খাইরুল, সাখাওয়াত হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, যাদুকাটা নদীর পাড় রক্ষায় তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে বার বার অনুরোধ করেছি কিন্তু তিনি নদীর পাড়  রক্ষা না করে তার মনোনীত এসআই হেলালকে সঙ্গে নিয়ে বালুখেকো রানু মেম্বারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অবৈধ সুবিধা নিচ্ছেন। গত কিছুদিন আগে ওসির বিরুদ্ধে তাহিরপুর সদরে ছাত্র জনতা মানববন্ধন করে। এরপর থেকে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়ার হুমকি দিচ্ছেন। তার এমন হুমকিতে অনেক ছাত্র ভয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। দ্রুত দুর্নীতিবাজ ওসি এবং এসআই হেলালকে তাহিরপুর থানা থেকে অপসারণের দাবি জানান তারা। দাবি মানা  না হলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।। 

পরে, ছাত্র জনতা প্রধান উপদেষ্টাসহ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্র জনতা।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়