নিজস্ব প্রতিবেদক, সিলেট
জাফলংয়ে পর্যটক শিশু-নারীদের ওপর হামলা করে পেটালো স্বেচ্ছাসেবকরা
সিলেটের গোয়াইনঘাটের পর্যটন এলাকা জাফলং। ঈদের ছুটি শুরু হতেই সেখানে বেড়ে গিয়েছিলো পর্যটকদের আনাগোনা। ঈদের দ্বিতীয় দিন সেখানে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুর ২টার দিকে ঘটে এ ঘটনা। জাফলং পর্যটন এলাকার টিকেট কাউন্টারের সামনে টিকেট কাটা নিয়ে কথাকাটাকাটি থেকে এ হামলার সূত্রপাত ঘটে বলে জানা যায়।
এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে। ফেসবুকে ভিডিওটি আসার পর থেকেই এটি সমালোচনার জন্ম দিচ্ছে সাধারণ জনগনের।
ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক লেখা নীল ইউনিফর্ম পরা ৩ জন হাতে লাঠি নিয়ে একদল পর্যটকদের বেধড়ক পেটাচ্ছেন। এসময় ওই দলে থাকা কিছু নারী পর্যটক তাদেরকে থামাতে গিয়ে লাঞ্চিত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে যান। টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের সাথে কাউন্টারের লোকদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শিশু, নারী ও পুরুষসহ কমপক্ষে ৬ পর্যটকের উপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক। পরে স্থানীয় ও অন্যান্য পর্যটকরা এগিয়ে এসে হামলাকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের উদ্ধার করেন।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, 'পর্যটকদের ওই দলটি টিকিট ছাড়াই জাফলং এলাকায় ঢুকতে চাইলে টিকিট কাউন্টারের এখানে থাকা স্বেচ্ছাসেবকদের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্বেচ্ছাসেবকরা পর্যটকদের উপর হামলা চালায়।'
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, 'আমরা হামলাকারী স্বেচ্ছাসেবকদের চিহ্নিত করেছি, তাদেরকে ধরতে অভিযান চলছে'।
এ বিষয়ে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ বলেন, 'ঘটনা জানার পরপরই আমাদের একটা টিম ঘটনাস্থলে গিয়েছে। জাফলং পানিতে পড়ে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন, এমন সংবাদে আমরা অন্যদিকে ব্যস্ত থাকার অবসরে এই ঘটনা ঘটেছে'।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’