নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি নির্বাচন : ডিজিটাল প্রচারণায় ৩ মেয়র প্রার্থী
আর মাত্র ১২ দিন। ২১ জুন ইভিএমে অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে নগরে বাড়ছে নির্বাচনী উত্তাপ।
সিসিকে মেয়র প্রার্থী সাতজন থাকলেও আলোচনায় রয়েছেন দলীয় তিন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
গত ২ জুন তারা প্রতীক বরাদ্দ পান। এরপর থেকেই পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। তবে প্রার্থীরা ‘ডিজিটাল’ প্রচারণাই চালাচ্ছেন বেশি। ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে চলছে মেয়র প্রার্থীদের মাইকিং। এতে রয়েছে প্রার্থীর বিভিন্ন গুণগান ও ছন্দে ছন্দে প্রতিশ্রুতিমূলক স্লোগান। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সিএনজিচালিত অটোরিকশয় ঘুরে ঘুরে চালানো হচ্ছে এমন ‘ডিজিটাল প্রচারণা’।
মাইকিং ছাড়া শিডিউল অনুযায়ী মহানগরে বিভিন্ন ওয়ার্ড ও স্থানে সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টায় হাফিজ কমপ্লেক্সে ৪২ ওয়ার্ডের উন্নয়নকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে সন্ধ্যা ৭টায় তাঁর সমর্থনে কালীঘাট পয়েন্ট ও রাত ১০টায় বালুচর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া রাত ৯টায় সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার মকন দোকান এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা।
এসব মতবিনিময় ও পথসভায় আনোয়ারুজ্জামান সিলটকে স্মার্ট, উন্নত, ডিজিটাল ও শান্তির মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন- ‘আমার রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আমার কাছে মুখ্য। আর তাই আমি রাজনীতিতে এসেছি। আমি নির্বাচিত হলে আধ্যাত্মিক এ নগরীকে আধুনিক স্মার্ট এবং ব্যবসায়ী ও পর্যটনবান্ধব করে গড়ে তুলব।’
এসব পথসভা ও মতিবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল এব্ং ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন।
আইনিউজ/ই.উ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’