কোম্পানিগঞ্জ প্রতিনিধি
ভোলাগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ৬ জনের মৃ ত্যু
ডোবায় পড়ে আছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস-সিএনজি। ছবি- সংগৃহীত
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাগঞ্জের খাগাইল নামক স্থানে একটি পর্যটকবাহী মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন মারা গেছেন বলে জানা গেছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃ ত্যু হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। নিহতদের বেশিরভাগই সিএনজির যাত্রী। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল আটটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে এসেছিলো। দুর্ঘটনাস্থলে এসে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে অটো-রিকশার সাথে সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাস এবং অটোরিকশা রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এসময় সিএনজির প্রায় সব যাত্রী মারা যান।
এদিকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, মৃত ৬ জনের মধ্যে মাইক্রোবাসটির চালক মারা গেছেন স্ট্রোক করে। দুর্ঘটনার পর হতভম্ব হয়ে গাড়ি থেকে বের হয়ে আসেন মাইক্রোবাসের চালক। এসময় তিনি স্ট্রোক করেন। পরে তাঁকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
এদিকে তাৎক্ষনিক ভাবে এখনো মৃ তদের পরিচয় শনাক্ত করা যায় নি। আহত এবং নি হ ত সবাইকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, নিহতদের মধ্যে তিননজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রো ও সিএনজি দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই আহত হয়েছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’