আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৮:২১, ২০ ডিসেম্বর ২০২৩
মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত আলিয়া মাদ্রাসা মাঠ
সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় উপস্থিত হয়েছেন লাখো আওয়ামী লীগ নেতাকর্মী।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট গমনকে ঘিরে গোটা সিলেট নগরী জুড়ে যেন আজ স্লোগানের ক্যাসেট বাজছে। মুর্হুমুর্হু স্লোগান জানান দিচ্ছে সিলেটে প্রধানমন্ত্রীর উপস্থিতি। সিলেট এসেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রা.) এ মাঝার জিয়ারত করতে যান। এসময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানাও। এরপর প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায়।
বুধবার (২০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর মাজার জিয়ারতে যান তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থান করে যান জনসভায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন পূণ্যভূমি সিলেট থেকে। পূর্বঘোষণা অনুযায়ী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছে এ আয়োজন। বুধবার সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়ে গেছে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ। একের পর এক খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে হাজারে হাজারে প্রবেশ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁদের সম্মিলিত স্লোগানে প্রকম্পিত গোটা মাদ্রাসা মাঠ।
দুপুর একটায় কুরআন তেলোয়াতের মধ্যে জনসভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। পরিচালনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
বেলা ৩টা ১০ মিনিটে নগরের আলিয়া মাদ্রাসার মাঠে প্রস্তুত মঞ্চে উঠেন প্রধানমন্ত্রী। এসময় সমাবেশে আগতদের হাত নেড়ে অভিবাদন জানান।
সবশেষ, ২০১৮ সালে সিলেট এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পাঁচ বছর পর সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে এমন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাস, মিনিবাস সহ নানা যানবাহনে চড়ে তারা এসে জড়ো হয়েছে সিলেটের জনসভায়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’