আপডেট: ০৪:৩৭, ১১ আগস্ট ২০১৯
কাশ্মিরিদের মিছিলে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ
আন্তর্জাতিক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত জুমার নামাজের পর এক বিশাল জমায়েত ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে দেশটির পুলিশ। বিবিসির এক প্রতিবেদক এই দৃশ্য প্রত্যক্ষ করে প্রতিবেদন প্রকাশ করলেও তা অস্বীকার করেছে ভারত।
গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট-মোবাইল পরিষেবা। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। আটককৃতদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও।
অচলাবস্থার কারণে সেখানে দেখা দিয়েছে খাদ্য সংকট। নিত্যপণ্যের দাম বেড়ে তিনগুণ থেকে চার গুণ হয়েছে। এর প্রতিবাদ করতে গত শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজের পর জমায়েত হতে থাকে কাশ্মিরিরা। কারফিউ জারির পর এটাই ছিলো সেখানকার সবচেয়ে বড় জমায়েত। বিবিসি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালিয়েছে, নিক্ষেপ করেছে টিয়ার গ্যাসও। তবে বিবিসি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও ভারত সরকারের দাবি, সেই আন্দোলন কখনো হয়নি।
আইনিউজ ডেস্ক/এইচএ/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের