ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩:৩৩, ১৩ মে ২০২০
টানা অষ্টমবার বিশ্ব সেরা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট

আবারও ‘ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট’ পুরস্কার পেল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। এই নিয়ে ২০১৩ সাল থেকে টানা অষ্টমবার স্বীকৃতি পেল বিমানবন্দরটি।
অ্যানুয়াল স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসের এই খবরটি জানিয়েছে সিএনএন।
চাঙ্গির পরের দুই অবস্থানে রয়েছে টোকিও হানেডা এয়ারপোর্ট এবং দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
ভোক্তাদের সন্তুষ্টির ওপর ভিত্তি করে পরিচালিত জরিপের ফলাফলে নির্বাচিত হয় সেরা বিমানবন্দর।
প্যারিসের প্যাসেঞ্জার টার্মিনাল এক্সপোতে ১ এপ্রিল এই পুরস্কার ঘোষিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়। শনিবার ইউটিউবে সরাসরি অনুষ্ঠানে ২০২০ সালের পুরস্কার ঘোষিত হয়।
স্কাইট্রাক্সের সিইও এডওয়ার্ড প্লেস্টেড এক বিবৃতিতে জানান, অনুষ্ঠান ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়ার পর তাদের মনে হয়েছে এই কঠিন সময়ে এয়ারপোর্ট ইন্ডাস্ট্রিকে উৎসাহ দেওয়া দরকার।
এবারের পুরস্কারের তালিকায় আধিপত্য বিস্তার করছে পূর্ব এশিয়া। সেরা দশের সাত বিমানবন্দরই এই অঞ্চলের-
১. সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট
২. টোকিও হানেডা এয়ারপোর্ট
৩. হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (দোহা, কাতার)
৪. ইনছন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (দক্ষিণ, কোরিয়া)
৫. মিউনিখ এয়ারপোর্ট (জার্মানি)
৬. হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৭. নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (টোকিও)
৮. ছুবু সেন্ট্রায়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (নাগোইয়া, জাপান)
৯. আমস্টারডাম শিফল এয়ারপোর্ট
১০. কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (ওসাকা, জাপান)
স্কাইট্রাক্স জানায়, এই জরিপে ১০০টি দেশের বিমানযাত্রীরা অংশ নেন। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জরিপ চলে। সেখানে মোট সাড়ে ৫৫০ বিমানবন্দরের ওপর মতামত পাওয়া যায়।
আরও পড়ুন
ভ্রমণ বিভাগের সর্বাধিক পঠিত
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
সর্বশেষ
জনপ্রিয়