নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫০, ৮ সেপ্টেম্বর ২০২০
ঘুরে আসুন মুগ্ধতায় ঘেরা ‘মারায়ন তং’
বান্দরবানের আলীকদম উপজেলায় অবস্থিত মিরিঞ্জা রেঞ্জের পাহাড় মারায়ন তং। পাহাড়টির উচ্চতা প্রায় ১৬৪০ ফিট। অনেকে আবার এই পাহাড়কে মারায়ন ডং নামেও ডাকেন।
দর্শনীয় স্থান হিসেবে জায়গাটি চমৎকার। এই পাহাড়ের একেবারে চূড়ায় রয়েছে এক বৌদ্ধ উপাসনালয়। চারিদিকে খোলা ও ওপরের দিকে চালা। এতে আছে বুদ্ধের বিশাল এক মূর্তি।
পাহাড়ের ওপরের অংশটুকু সমতল। এখান থেকে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সেসব পাহাড়ের ফাঁকে ফাঁকে আবার উঁকি দিচ্ছে জনবসতি। শুধু কি তাই? নিচে সাপের মতো এঁকে বেঁকে চলেছে মাতামুহূরি নদী।
মারায়ন তং পাহাড়ে আছে ত্রিপুরা, মারমা ও মুরং আদিবাসীদের বাস। পাহাড়ের নিচে মারমাদের বাস। আর পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে মুরংদের পাড়া।
পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও তাদের নিত্যদিনের আয়-রোজগারের জন্য এই পাহাড়ে আসেন। বাঙালিদের অনেকেই পাহাড়ে জন্মানো মুলি বাঁশ বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করেন। প্রকৃতির সান্নিধ্যে এরকম একটি জায়গায় গেলে আপনার মন খারাপের কোনো সুযোগই থাকবে না।
যেভাবে যাবেন:
ঢাকা থেকে আলীকদম বাসস্ট্যান্ড সরাসরি বাস আছে। ভাড়া পড়বে ৮৫০ টাকা। তারপর সেখান থেকে অটোতে করে যেতে হবে আলিকদম আবাসিকে। আবাসিক নেমে ডান পাশের রাস্তাটি ধরে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা হাঁটলেই পৌঁছে যাবেন আলীকদমের সবচেয়ে উঁচু পাহাড় মারায়ন তং। সেখানে খাবার ও পানির কোনো ব্যবস্থা নেই, কাজেই শুকনো খাবার ও পানি সমতল থেকেই নিয়ে যেতে হবে।
এছাড়া ঢাকা/চট্টগ্রাম থেকে প্রথমে চকরিয়া যেতে হবে। এক্ষেত্রে ভাড়া পড়বে ৭৫০ টাকা। সেখান থেকে চান্দের গাড়ি বা বাসেকরে যেতে হবে আলিকদম আবাসিক মোড়ে। সেখান থেকে হাতের ডান দিকে হেঁটে মারায়ন তং পাহাড় চূড়ায় পৌঁছতে ৩ ঘণ্টার মতো লাগবে।
সতর্কতা:
যাত্রাপথে প্রচুর পরিমাণে পানি, গ্লুকোজ, স্যালাইন, শুকনো খাবার, ফার্স্ট এইড বক্স, প্রয়োজনীয় ওষুধপত্র নিবেন।
আইনিউজ/এসডিপি
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- ঘুরে আসুন ঝর্ণার স্বর্গ মিরসরাই সীতাকুণ্ডে